রেস্তোরাঁয় গিয়ে শাওয়ারমা র্যাপ খাওয়াননি বর, ডিভোর্স দিলেন বউ। অবাক হলেন তো? ঠিক এমনটাই ঘটেছে মিশরে।
মাত্র ৪০ দিনের বিবাহিত জীবন। দু মাসের পরিচয়তেই সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। স্বামীর কিপটেমির কথা জানতেন না বউ। নতুন বিয়ের পর একটু আধটু ঘুড়তে যাওয়া, খাওয়া তো লেগেই থাকে। তেমনই এই আরবি মহিলাও তাঁর স্বামীর কাছে আবদার করেন বাইরে ঘুড়তে যাওয়ার। তবে তাঁর স্বামী বিয়ের প্রথম সপ্তাহেই তাঁকে স্পষ্ট জানিয়ে দেন, যে তাঁর কাছে ঘুড়তে যাওয়া মানেই টাকার অপচয় করা। সুতরাং অযথা টাকা খরচ করতে তিনি নারাজ।
এরপর একদিন তাঁরা একটা রেস্তোরাঁ যান এবং সেখানে ওই আরবি মহিলা তাঁর স্বামীকে শাওয়ারমা র্যাপ কিনে দিতে বললে সরাসরি না-বলে দেন ওই ভদ্রলোক। ব্যক্তি জানায়, যেহেতু ইতিমধ্য়েই জ্যুস অর্ডার করা হয়ে গেছে, ফলে আর অন্য় কিছু কিনে খরচ করবেন না তিনি।
এরপর আবারও স্ত্রী একই কথা বললে বচসা শুরু হয় যায় তাঁদের মধ্যে। এমনকী সম্পত্তি শোষণ করছে বলেও চিৎকার শুরু করেন সেই ব্যক্তি। এসব দেখেই পালিয়ে যায় তাঁর বউ এবং ডিভোর্স ফাইল করেন। মিশরের একটি আদালতে তাঁদের বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে। আগামী সপ্তাহেই মামলার শুনানি হবে।