দেহের শক্তি বাড়ানোর জন্য দাঁড়িয়ে থাকার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। শুয়ে বসে থাকার লাইফস্টাইলে নাকি আদতে বাড়ছে নানা রোগের ঝুঁকি। সম্প্রতি এক সমীক্ষায় ধরা পড়েছে তেমনটাই।
Advertisment
পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশিত সমীক্ষা বলছে সারা দিন শুয়ে বসে থাকার চেয়ে ৬ ঘণ্টা দাঁড়িয়ে থাকলে ৪৫ কিলো ক্যালোরি বেশি শক্তি খরচ হয়।
স্পেইনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের গবেষক ফ্রান্সিস্কো জে আমারো গ্যাহেতে জানিয়েছেন, আমরা যদি সেডেন্টারি লাইফস্টাইলে বদল ঘটিয়ে জীবনটা অন্যরকম করে তুলতে পারি, খুব সহজেই টাইপ টু ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারব। ৫৩ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে সমীক্ষা হয়েছে।