/indian-express-bangla/media/media_files/2024/12/21/5x2jB1GZXDjfMIvlKrAq.jpg)
ভারতে ধ্যান ও যোগের গুরুত্ব অনেক প্রাচীন। এখন সারা বিশ্বে মেডিটেশন ডে পালিত হবে। এটা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ধ্যানের বিস্ময়কর ক্ষমতার স্বীকৃতি দিয়ে জাতিসংঘ ২১শে ডিসেম্বরকে 'বিশ্ব ধ্যান দিবস' হিসেবে ঘোষণা করেছে। (ফাইল ছবি)
World Meditation Day 2024: ধ্যানের মাধ্যমে ব্যক্তি তার মানসিক বিভ্রান্তি থেকে বেরিয়ে আসেন এবং একাগ্রতা বাড়াতে ধ্যান বিশেষ কার্যকর। মনঃসংযোগ বাড়াতে চাইলে ধ্যানের থেকে ভাল আর কিছুই হয় না।
ভারতে ধ্যান ও যোগের গুরুত্ব অনেক প্রাচীন। এখন সারা বিশ্বে মেডিটেশন ডে পালিত হবে। এটা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ধ্যানের বিস্ময়কর ক্ষমতার স্বীকৃতি দিয়ে জাতিসংঘ ২১শে ডিসেম্বরকে 'বিশ্ব ধ্যান দিবস' হিসেবে ঘোষণা করেছে। (ফাইল ছবি)