World Mosquito Day 2019: মশার উপদ্রব কমাতে কোন গাছ লাগাবেন বাগানে?

১৮৯৭ সালে ব্রিটিশ এক চিকিৎসক স্যর রোনাল্ড রস প্রথম আবিষ্কার করেন, মশাই আসলে ম্যালেরিয়ার জীবাণু বহন করে। আর সেই আবিষ্কার করেছিলেন খোদ কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে (এখনকার এসএসকেএম হাসপাতাল)  বসেই।

১৮৯৭ সালে ব্রিটিশ এক চিকিৎসক স্যর রোনাল্ড রস প্রথম আবিষ্কার করেন, মশাই আসলে ম্যালেরিয়ার জীবাণু বহন করে। আর সেই আবিষ্কার করেছিলেন খোদ কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে (এখনকার এসএসকেএম হাসপাতাল)  বসেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

World Mosquito Day 2019:

বর্ষাকাল বললেই পাশাপাশি দু'টো একেবারে ভিন্ন ছবি ভেসে ওঠে আমাদের চোখে। এক হল, রাতভর টিনের চালে ঝমঝম, দিম ভাজা সহযোগে খিচুড়ি, পাঁপড়, হা ছমছমে ভুতের গল্প ইত্যাদি। অন্যটা হল, না বলে কয়ে চলে আসা ডেঙ্গু, ম্যালেরিয়া, ধুম জ্বর, হাসপাতালের বিছানা। পরের এই ছবিটার কথা ভাবলেই প্রথম ছবির আরামদায়ক রেশটা চলে যেতে বাধ্য। আর কে না জানি, বর্ষাকালের এই রোগ ভোগের পেছনে সবচেয়ে বড় খলনায়ক হল মশা।

Advertisment

১৮৯৭ সালে ব্রিটিশ এক চিকিৎসক স্যর রোনাল্ড রস প্রথম আবিষ্কার করেন, মশাই আসলে ম্যালেরিয়ার জীবাণু বহন করে। আর সেই আবিষ্কার করেছিলেন খোদ কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে (এখনকার এসএসকেএম হাসপাতাল)  বসেই। আধুনিক গবেষণায় মশা কে দূরে রাখার নানা পদ্ধতি আবিষ্কার হয়েছে। এমন অনেক গাছ রয়েছে, যা আপনার ঘরে রাখলে মশা আপনার ঘরের আশেপাশে ঘেঁষবে না। দেখে নেওয়া যাক সেরকম কিছু গাছের তালিকা।

তুলসি

ভেষজ গুণ ছাড়াও মশা মাছি দূরে রাখতে তুলসি পাতা খুব কার্যকর। গন্ধের জন্য তুলসি গাছের আশেপাশে মশা সচরাচর আসে না।

লেবু গাছ

Advertisment

'লেবুর গন্ধে ঘুম আসেনা, তাই তো জেগে রই'... এটা কিন্তু শুধু আমাদের ক্ষেত্রে। মশা কিন্তু লেবু পাতার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না।

আরও পড়ুন, ডেঙ্গু হয়েছে কী ভাবে বুঝবেন, জেনে নিন

সিট্রোনেলা

বাড়ি ঘর মুছতে এই ফ্লেভার ব্যবহার করা হয় প্রায়শই। আমরা ঘরের বাইরে যে মোম দিই, সেখানেও এই সিট্রোনেলা ব্যবহার করা হয়। আপনার বাড়ির বাগানে এই গাছ লাগালে খুবই উপকার পাবেন। মশা ছাড়াও এটা কীটনাশকের কাজ করে।

world mosquito day, mosquito, ways to ward off mosquito

ল্যাভেন্ডার

এত মিস্টি একটা ফুল, অথচ কখনও দেখবেন না, এই ফুলের ধারে কাছে মশা এসেছে।

গাঁদা

বাড়ির বাগানে, বারান্দায়, জানলায় গাঁদা গাছ রাখলেও মশা মাছি আসেপাশে আসে না।

রসুন

রসুনের গন্ধ কিন্তু মানুষের আর মশার সমান ঝাঁঝালো লাগে। রসুনের গন্ধ রয়েছে এমন, কিছুতেই মশার মন নেই। তাই আপনি যদি বেশি রসুন খান, আপনার রক্তে রসুনের স্বাদ হয়ে যাবে। ব্যাস! মশা আর আপনার কাছেও ঘেঁষবে না।

Read the full story in English

Mosquito