Advertisment

Poverty porn: ভারতের ক্ষুধার চিত্রাঙ্কন, টুইটারে আক্রমণ ফোটোগ্রাফারকে

মামোর বক্তব্য, ওই টেবিলে কিছু ভুয়ো খাবার রাখা ছিল। তারপর তিনি ওই অভুক্ত মানুষদের বলেন, এমন কিছু খাদ্যের কথা কল্পনা করতে, যা তাঁরা চোখ খোলার পর টেবিলে দেখতে চান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুরস্কার প্রাপ্ত ফ্রিল্যান্স ফোটোগ্রাফার অ্যালেসিও মামো তাঁর ফোটো সিরিজ শেয়ার করেছেন ওয়ার্ল্ড প্রেসের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। নাম "অ্যান্ড সাম ফেক ফুড"।

অপুষ্টির শিকার ভারতীয়রা, নিজের ফোটো সিরিজে এই কথাই বোঝাতে চেয়েছেন ফোটোগ্রাফার অ্যালেসিও মামো। নিজেদের হাত দিয়ে চোখ ঢেকে আছেন দরিদ্র সীমার নীচের কিছু মানুষ আর তাঁদের সামনে রাখা টেবিল ভর্তি রকমারি খাবার। কিন্তু সবটাই তাঁদের কল্পনায়। এই ফোটো সিরিজই হইচই ফেলেছে নেটদুনিয়ায়। পুরস্কার প্রাপ্ত ফ্রিল্যান্স ফোটোগ্রাফার অ্যালেসিও মামো তাঁর ফোটো সিরিজ শেয়ার করেছেন ওয়ার্ল্ড প্রেসের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। নাম "অ্যান্ড সাম ফেক ফুড"।

Advertisment

ফোটো সিরিজে দেখা যাচ্ছে অপুষ্ট কিছু মানুষকে। যাঁরা মুখ ঢেকে একটি টেবিলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মামোর বক্তব্য, ওই টেবিলে কিছু ভুয়ো খাবার রাখা ছিল। তারপর তিনি ওই অভুক্ত মানুষদের বলেন, এমন কিছু খাদ্যের কথা কল্পনা করতে, যা তাঁরা চোখ খোলার পর টেবিলে দেখতে চান। ইনস্টাগ্রামে ছবি দেওয়া মাত্রই বিরাট হইচই পড়ে যায়। মামো উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে এই ছবিগুলি তোলেন এবং দাবি করেন, "এই দুটি ভারতের সবচেয়ে গরীব রাজ্য।"

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নীচের ছবিগুলি:

publive-image

অপুষ্টির শিকার ভারতীয়রা, নিজের ফোটো সিরিজে এই কথাই বোঝাতে চেয়েছেন ফোটোগ্রাফার অ্যালেসিও মামো।

publive-image

ছবির সিরিজের নাম "অ্যান্ড সাম ফেক ফুড"।

publive-image

নেটপাড়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে মামোর এই ছবির সিরিজ।

মামোর এই কাজের তীব্র সমালোচনা করেছেন নামীদামী ফোটোগ্রাফার ও এডিটররা। অনেকে তাঁর কাজকে বিস্ফোরক ও অসংবেদীও আখ্যা দিয়েছেন। নামকরণ করেছেন '' পভার্টি পর্ন''।

আরও পড়ুন, বিদেশিনীর চিঠি: আমি কাউকে মুখ দেখাতে পারিনি

ইরাকের কিকরুকে ১১ বছরের এক শিশু মিসাইলের বিস্ফোরণের শিকার হয়েছিল। ওয়ার্ল্ড প্রেসের সেরা ছবি হিসাবে সেই ছবিটিই পুরস্কৃত হয়। সেরা ফোটোগ্রাফার হিসাবে দ্বিতীয় পুরস্কার জেতেন অ্যালেসিও মামো।

viral Shanti Dynamite
Advertisment