বছর দুই আগে বিশ্বের সবথেকে বড় দুর্গাকে দেখিয়েছিল শহর কলকাতা। দেশপ্রিয় পার্কের পুজোর সেই বড় দুর্গার পর এবার পুজোয় বিশ্বের সবথেকে বড় রাবণকে দেখার সৌভাগ্য মিলবে দেশবাসীর। না, এবার কলকাতা নয়, পঞ্চকুলাতে দেখা মিলবে বিশ্বের সবথেকে বড় রাবণের। দশেরার দিন রাবণ পোড়ানোর রীতি তো আছেই। তাই এবার প্রায় ২১৫ ফিটের রাবণের কুশপুতুলে আগুন জ্বালানো হবে পঞ্চকুলায়। শুধু তাই নয়, ১৯ অক্টোবর দশেরার দিন রাবণ পোড়ানোর অনুষ্ঠান থাকলেও, বিশ্বের সবথেকে বড় রাবণ দেখার জন্য আগেভাগেই দরজা খোলা হবে সাধারণের জন্য। ১৫ অক্টোবর থেকেই বড় রাবণকে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
বিশ্বের সবথেকে বড় রাবণ বানানোর কাজও চলছে জোরকদমে। প্রায় ৭ হাজার কেজি বাঁশ, ২০০ কেজি আঠা, ৬০০ কেজি কাগজ ও কাপড় যেমন লাগছে তেমনই ইয়া বড় রাবণ বানাতে লাগছে ৩০ ক্যুইন্টালের লোহার কাঠামো। আর এই রাবণ বানাতে খরচ হচ্ছে মোট ৩০ লক্ষ টাকা। ইতিমধ্যেই রাবণের ৫০ ফুট তরোয়ালের নকশা তৈরি করা হয়েছে। একইসঙ্গে ৩০ ফুট লম্বা জুতো ও ৩০ ফুট উচ্চতার মুকুট তৈরির কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, কোথাও টাইম মেশিন, কোথাও আস্ত লাইব্রেরি, পুজোয় চমক তিলোত্তমার
যিনি বিশ্বের সবথেকে বড় রাবণ তৈরির নকশা করেছেন, সেই তেজিন্দর সিং চৌহান জানালেন রাবণের মুখের ওজন হবে ৩০০ কেজি এবং ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হবে তা। তিনি আরও জানান যে, রাবণের দেহ ৮৫ ফুট উচ্চতার করা হবে এবং ৪০ ফিট উচ্চতার হাত করা হচ্ছে। রাবণের জন্য যেসব অলঙ্কার ব্যবহার করা হবে, তারও নকশা করা হবে বলে জানিয়েছেন তিনি।
আগে দশেরায় আমবালার বরারা এলাকায় রাবণ পোড়ানো হত। তবে এবার জায়গার অভাবে এই অনুষ্ঠান পঞ্চকুলাতে করা হচ্ছে। এ বছর পঞ্চকুলা দশেরা মহোৎসব হিসেবে পালন করা হবে এই অনুষ্ঠান। রাবণ পোড়ানোর জন্য প্রায় ৫ লক্ষ টাকার পরিবেশ বান্ধব বাজি পোড়ানো হবে যা তামিলনাড়ু থেকে কেনা হয়েছে বলে জানা গিয়েছে।