আগামী ১ মার্চ থেকে ঋষিকেশে অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক আন্তর্জাতিক যোগ উৎসব ২০২০ – যেখানে অংশগ্রহণ করবেন পৃথিবীর নানা দেশ থেকে আসা যোগাব্যায়াম উৎসাহীরা, ভিন্ন সংস্কৃতির, বর্ণের, বিশ্বাসের প্রতিনিধি হিসেবে। বলা হয়, ঋষিকেশই নাকি যোগাসনের জন্মস্থান। অনেকে এই শহরকে পৃথিবীর ‘Yoga Capital’ ও বলে থাকেন।
Advertisment
তবে বছরের বাকি সময়টাতে যোগাসনের কথা ভুলে থাকার কোনও কারণ নেই। বাস্তবিক, শুধুমাত্র মেঝেতে মাদুর পেতেই যোগাসন করা যায় বলে যাঁদের ধারণা, তাঁদের বোধহয় আরেকবার ভাবা উচিত। যোগাসনের মজাটাই হলো, যে কোনও সময় আপনি বুঝতে পারবেন এর উপকারিতা, এমনকি খাওয়ার সময়ও। আমরা অধিকাংশ সময়ই টেবিল-চেয়ারে বসে কাজ করি, এবং খাবারও খাই টেবিলে, মেঝেতে নয়। তবে বিশেষজ্ঞরা বলেন, খাওয়ার সময় সবচেয়ে বেশি উপকার হয় সুখাসনে বসে খেলে। এতে যে শুধু খাবার ভালো হজম হয় তাই নয়, আমাদের শরীরও হয়ে ওঠে আরও অনেক সাবলীল।
এমনটাই মনে করেন বিখ্যাত পুষ্টিবিজ্ঞানী (nutritionist) রুজুতা দিবেকরও। গত মাসে তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টেও এ বিষয়ে বিশদ জানান তিনি। এই সেই পোস্ট।
রুজুতা বলছেন, অধিকাংশ মানুষই কোনও একটি বিশেষ খাদ্য বা ব্যায়ামের ওপর বেশি ভরসা করেন, কিন্তু আমাদের রোজকার জীবনে অসংখ্য ছোটখাটো কাজের মাধ্যমে আমরা সার্বিকভাবে একটি নির্দিষ্ট সময়ের পরে সুস্বাস্থ্যের দিকে এগোতে পারি।
সুখাসনে বসার উপকারিতা:
* আমাদের অঙ্গবিন্যাস বা posture-এর উন্নতি হয়, যেহেতু সুখাসনে বসলে মেরুদণ্ড সোজা এবং কাঁধ যথাযথ স্থানে থাকে
* খাওয়ার সময় খাওয়ার দিকেই নজর থাকে, যার ফলে বেশি খাওয়া হয়ে যায় না
* এর ফলে পেটে রক্ত চলাচল বাড়ে, এবং ভিটামিন B12 এবং ভিটামিন ডি-এর মতো পুষ্টিকর পদার্থ আরও সহজে পরিপাক করতে পারে শরীর
* শরীরের শক্তি বজায় থাকে, এবং নিম্নাঙ্গের শক্তি ও ভারসাম্য বাড়ে
* যাঁদের শরীর স্বভাবতই অনমনীয়, তাঁদের পক্ষে অত্যন্ত কার্যকরী এই আসন
* গোড়ালি, হাঁটু, এবং কোমরের জয়েন্টের নমনীয়তা বাড়াতে সাহায্য করে
* মনঃসংযোগ বাড়াতেও সাহায্য করে সুখাসন
সুখাসন সম্পর্কে যা যা জানা উচিত
* পদ্মাসনের মতো অপেক্ষাকৃত কঠিন এবং দীর্ঘস্থায়ী ধ্যানের আসনের পর শরীরকে স্বস্তি দেয় সুখাসন
* তবে 'সহজ আসন' মনে হলেও বেশিক্ষণ একটানা সুখাসনে বসে থাকা যথেষ্ট কঠিন, যেহেতু শরীরের সমস্ত ওজন গিয়ে পড়ে আপনার পশ্চাৎদেশের ওপর!
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন