ভয়ঙ্কর! এবং ততটাই আশ্চর্যজনকও বটে। অতিরিক্ত স্মার্ট ফোন ব্যবহারে বদলে যাচ্ছে মাথার খুলির গঠন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই শারীরিক বদল ঘটছে। সম্প্রতি এক সমীক্ষায় সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
সম্প্রতি বিবিসি এবং ওয়াশিংটন পোস্ট এক সমীক্ষা প্রকাশ করেছে। ২০১৮ সালের সেই সমীক্ষায় গবেষকরা দেখিয়েছেন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তরুণ তরুণীদের মাথার খুলির গঠন বদলে যাচ্ছে। সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত হওয়া সমীক্ষায় জানা যাচ্ছে স্মার্টফোন অথবা ওই জাতীয় বৈদ্যুতিন গ্যাজেট ব্যবহারের সময় বিশেষ শারীরিক অভিব্যক্তি থাকে, তার ফলেই মাথার খুলিতে একধরণের 'শিং' আকৃতির হাড়ের বৃদ্ধি হচ্ছে।
মোবাইল দেখার সময় মাথা এমন ভাবে হেলিয়ে রাখা হয়, যার ফলে শারীরিক ভারসাম্য রক্ষা করতেই মাথার খুলি থেকে হাড়ের কিছু অংশের বৃদ্ধি হচ্ছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই সমীক্ষা চালিয়েছিলেন।
অতিরিক্ত স্মার্ট ফোন ব্যবহারের ফলে যে ঘাড় এবং কাঁধের সমস্যা হয়, তা পরীক্ষিত সত্য। ল্যাপটপে দিনরাত ঘাড় গুঁজে কাজ করলেও অধিকাংশের ঘাড়ে ব্যথা, ঘাড় লক হয়ে যাওয়ার মতো সমস্যা হয়। কিন্তু সেই সমস্যার চেয়ে এই সমস্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ এক্ষেত্রে খুলির গঠনই বদলে যাচ্ছে। আর গঠনগত পরিবর্তন হলে ফের আগের অবস্থায় আসা সম্ভব না।
সমীক্ষকদের একজন জনসন এই প্রসঙ্গে বললেন, "দীর্ঘ দিনের মোবাইল ফোন দেখার অভ্যেসের ফলে যদি শারীরিক পরিবর্তন ঘটে যায়, তা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার"।
Read the full story in English