scorecardresearch

বড় খবর

চলে গেলেন ‘গ্র্যান্ডপা কিচেন’ খ্যাত নারায়ন রেড্ডি

ইউটিউবে তাঁর অনুগামীর সংখ্যা ছাড়িয়েছিল সাড়ে ৬১ লক্ষ। ‘কিচেন গ্র্যান্ডপা’র আকস্মিক প্রয়াণের খবরে সোশ্যাল মিডিয়ায় নেমে এসছে শোকের ছায়া। 

চলে গেলেন ‘গ্র্যান্ডপা কিচেন’ খ্যাত নারায়ন রেড্ডি

ইউটিউব সেনসেশন তেলেঙ্গানার দাদুকে মনে আছে? একটা গোটা গ্রামকে খাওয়াবে বলে লোভনীয় সব খাবার বানাতেন নারায়ণ রেড্ডি। তিনি আজ নেই। বার্ধক্যজনিত কারণে রেড্ডি দীর্ঘ দিন ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে ৭৩ বছর বয়সে চলে গেলেন নারায়ন রেড্ডি। সমাজে যারা প্রান্তিক,যারা অনাথ তাঁদের মুখে নিজের হাতে খাওয়ার তুলে দিতেন রেড্ডি।

ইউটিউবে তাঁর অনুগামীর সংখ্যা ছাড়িয়েছিল সাড়ে ৬১ লক্ষ। ‘কিচেন গ্র্যান্ডপা’র আকস্মিক প্রয়াণের খবরে সোশ্যাল মিডিয়ায় নেমে এসছে শোকের ছায়া।

 

দেশ বিদেশের নানা প্রান্তের সব লোভনীয় পদ গ্রামবাসীকে খাইয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতেন রেড্ডি। নিজেই চাষ বাস করে, ক্ষেত পরিষ্কার করে রান্না করতেন নারায়ণ। প্রথমদিককার একটি ভিডিও সাড়া ফেলে দিয়েছিল তাঁর, একবারে হাজার দুয়েক ডিম রান্না করে ঘরহারা মানুষকে খাইয়েছিলেন তিনি।

২০১৭ সালে রেড্ডির ইউটিউব চ্যানেলের পথ চলা শুরু। সারা বিশ্ব জুড়ে কত যে মানুষ তাঁর রান্নার ভক্ত ছিলেন। ফেসবুক পেজে ‘গ্র্যান্ডপা কিচেন’-এর লাইক ছিল ৪৫ লক্ষ।

গত বছর আরেক ইউটিউব সেনসেশন মাস্টানাম্মার মৃত্যু হয়েছিল ১০৭ বছর বয়সে। অন্ধ্রপ্রদেশের এই বৃদ্ধাও নিজের গ্রামের অভুক্তদের মুখে একটু খাবার তুলে দেবেন বলে খাবার বানাতেন। তাঁর চ্যানেল ‘কান্ট্রি ফুডস’ কিন্তু

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Bengali App.

Web Title: Youtube grandpa kitchen chef cooking videos