একটা ডিজাইনার বুক শেলফ, এক লক্ষ টাকার বই। সম্পূর্ণ বিনামূল্যে। এ জিনিস পেতে গেলে আপনাকে আসতে হবে কলকাতা বইমেলায়। আর অতি অবশ্যই কিনতে হবে বই। অভিনব এই আয়োজনের কথা জানাল কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।
গত বছর সিইএসসি-র সহায়তায় এ ধরনের একটি পুরস্কারের আয়োজন করা হয়েছিল মেলার মাঠে। তাতে সেরা ক্রেতাকে লটারির মাধ্যমে বেছে নিয়ে ১০০০০ টাকার বই উপহার দেওয়া হচ্ছিল। এ বছর দৈনিক সেই প্রতিযোগিতা থাকছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে একলাখি বইয়ের পুরস্কারও।
মঙ্গলবার ললিত গ্রেট ইস্টার্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গিল্ডের তরফ থেকে এ কথা ঘোষণা করা হয়েছে।
এবারের বইমেলায় সদ্যপ্রয়াত তিন মহারথী লেখকের নামে প্যাভিলিয়ন থাকছে। একটি প্যাভিলিয়ন নামাঙ্কিত হচ্ছে অতীন বন্দ্যোপাধ্যায়ের নামে, একটি থাকছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নামে, আরেকটি প্যাভিলয়ন স্মরণ করাবে দিব্যেন্দু পালিতকে। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন নামাঙ্কিত হচ্ছে প্রয়াত কবি পিনাকী ঠাকুরের নামে।
মেলায় মোট ৬০০ বইয়ের স্টল থাকবে এবং থাকবে ২০০টি লিটল ম্যাগাজিন। মেলায় আগতদের সুবিধার জন্য থাকছে মোট ৯টি দরজা। দুটি মূল দরজা হবে এবারের থিম কান্ট্রি গুয়াটেমালার স্থাপত্যের রেপ্লিকা।
৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতা বইমেলার উদ্বোধন করবেন গুয়াটেমালার রাষ্ট্রদূত এবং গুয়াটেমালার বিশিষ্ট লেখক ইউডা মোরালেজ। সারা বিশ্বের ২০টি দেশ এবারের কলকাতা বইমেলায় অংশগ্রহণ করবে বলে মেলা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।
এ বছর থেকে বইমেলায় ফোকাল থিম কান্ট্রি ছাড়াও একটি ভারতীয় জনজাতির সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরার পরিকল্পনা করেছে গিল্ড। এ বছর লেপচা জনজাতির সাহিত্য ও সংস্কৃতিকে সেই সুযোগ দেওয়া হচ্ছে। তাঁদের একটি নিজস্ব স্টল তো থাকছেই, ২ ফেব্রুয়ারির সন্ধেয় লেপচাদের সঙ্গে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে।
সল্ট লেকে আয়োজিত কলকাতা বইমেলা ২০১৯-এ যাতায়াতের সুবিধার জন্য ১৯০টি শাটল বাস চালাবে রাজ্য সরকার, জানিয়েছে গিল্ড। এই বাসগুলি চলবে বেহালা, গড়িয়া, উল্টোডাঙা, শিয়ালদা, ও শ্যামবাজার থেকে।
কলকাতা বইমেলার একটি অ্যান্ড্রয়েড এবং আইএসও অ্যাপও কয়েকদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। ওই অ্য়াপের মাধ্যমে মেলার বিভিন্ন স্টলের অবস্থান জেনে নিতেও সুবিধা হবে মেলার বইপ্রেমী তথা বইক্রেতাদের, এমনটাই মনে করছে কর্তৃপক্ষ। মেলায় লেখক, অতিথি ও সাংবাদিকদের জন্য ওয়াই ফাই জোন রাখা হবে বলেও জানা গিয়েছে।