/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/hima-das.jpg)
অ্যাথলেট হিমা দাস পাশ করলেন আসাম উচ্চমাধ্যমিক পরীক্ষায়।
Assam HSSLC results 2019: অ্যাথলেট হিমা দাস পাশ করলেন আসাম উচ্চমাধ্যমিক পরীক্ষায়। আসাম হায়ার সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষার (HSSLC) রেজাল্ট বেরিয়েছে ২৫ মে অর্থাৎ শনিবার। হিমার রেজাল্টের কথা জানতে চাইলে তাঁর বাবা রণজিৎ দাস বলেন, ''আমরা ভীষণ খুশি-কোন শিক্ষক ছাড়াই ও প্রথম বিভাগে পাশ করল।''
ইংরাজীতে ৬৩, অসমিয়াতে ৮৪, অ্যাডভান্স অসমিয়াতে ৬০, রাষ্ট্রবিজ্ঞানে ৭৫, এডুকেশনে ৬৭ এবং ভূগোলে ৪৬ পেয়েছেন হিমা। পরীক্ষায় একমাস আগ তুরস্কে প্রশিক্ষণ নিচ্ছিলেন হিমা। রণজিৎ বলেন, ''নিজে নিজেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে হিমা। ধিং কলেজের ওর শিক্ষক সমস্ত বই কুরিয়্যর করেছিলেন।''
পরীক্ষার শেষে ছয় সপ্তাহের বিরতির পর পাটিয়ালায় ফেডারেশন কাপে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে ৪০০ কিলোমিটার রেস ৫২.৮৮ সেকেন্ডে দৌড়ে সোনা জিতেছেন। যদিও তাঁর জাতীয় রেকর্ডকে ছাপিয়ে যেতে পারেননি হিমা (৫০.৭৯ সেকেন্ড)। বর্তমানে তুরস্কে প্রশিক্ষণ করছেন হিমা। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দোহায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি।
বানিজ্যিক বিভাগে অসীম সরকার ৪৭৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আসাম হায়ার সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষায়। সায়ন মজুমদার ও বিতুপন আরাধানা একসঙ্গে দ্বিতীয় হয়েছে ৪৭৮ নম্বর পেয়ে। দু'জনেই বিজ্ঞান বিভাগের পড়ুয়া। খুশবু ফিরদৌস ৪৭৮ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন এই পরীক্ষায়।
Read the full story in English