Advertisment

অর্ণব সাহার একগুচ্ছ কবিতা

অর্ণব সাহা পেশায় অধ্যাপক। দীর্ঘদিন ধরে বাংলা কবিতার সঙ্গে যুক্ত আছেন, যুক্ত আছেন অন্যান্য লেখালিখির সঙ্গেও। ৭টি কাব্যগ্রন্থ সহ মোট ১০টি প্রকাশিত বই আছে তাঁর। আজ অর্ণবের কবিতাগুচ্ছ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অলংকরণ- অরিত্র দে

মাদমোয়াজেল

Advertisment

পকেটে রিভলবার নিয়ে ঘুরছে বাংলা কবিতা

পরপর খুন হচ্ছে, এলাকা সন্ত্রাসকবলিত !

এফোঁড়-ওফোঁড় করা বুলেটে নিথর মৃতদেহ

কার ? এই শতকের আরেকজন আশু মজুমদার ?

কাল সারারাত জুড়ে কয়েকপশলা বৃষ্টি হয়ে গেছে

স্বপ্নে, ছায়াছবিতে, তার মুখ ভেসে উঠেছিল

ভোরের হোয়্যাটসঅ্যাপে যে লেখে নিজের স্মৃতিকথা

উজ্জ্বল সিসিডিতে যার হাসি বিদ্যুৎ ছড়ায়

আমি তাকে আরও যতো বেশি করে কাছে পেতে চাই

সে ততো দূরের লাইটহাউস হয়ে আলো ঠিকরে দেয় !

ভালোবাসা সেরিব্রাল, আবেগের রাশ টেনে ধরে

নিজেকে আরেকবার ‘গ্যাংস্টার’ বলে মনে হয়...

মেয়েরা নিজেকে প্রতিষ্ঠান মনে করে

ভাবে, অন্ধ পুরুষের নিঃসপত্ন অধিকারী তারা !

ক্ষমতা সবখানে আছে । ব্যস্ত কফিশপ,

মেসেঞ্জার, ইনবক্সও ক্ষমতার শিরাতন্তুজাল

একদিন, মুহূর্ত আঁকড়ে তোমার জন্যই

বেঁচেছিলাম !

তুমি সেই ঘন্টামিনিটের কাঁটা নষ্ট করেছ

রেস্তোঁরা, কবিসভায়, হাহা-হিহি বন্ধুসমাহারে

মাথার পিছনে কোনো জ্যোতির্বলয় নেই !

যাকে তুমি খ্যাতি আর নিরাপত্তা ভাবো

তা আসলে মিথ্যাচার । বাসি কাগজের পচা ফুল

তুমি ওই নিউজপ্রিন্টে, হলুদ অক্ষরে মুছে

যাবে...

আরও অনেকের বাংলা কবিতা পড়তে ক্লিক করুন এই লিংকে

সব প্রেম নষ্ট হয় জুন-জুলাই মাসে

আরেকটু বয়স বাড়ে । বৃষ্টি নেমে আসে

চরাচর । মুছে যাওয়া দিগন্তের বাঁক

মেঘেরা শরণাগত স্মৃতির দরজায়

ধাক্কা দেয় । প্রত্যাখ্যান । ক্ষ্যাপা ষাঁড় হয়ে

গল্পের ভিতরে ঢোকে মার্জিনের ভূত...

একদিন কিনারে বসে চুমু খেয়েছিলে

যাকে, সে কোথাও নেই । তপ্ত অলিগলি

আজ সচকিত । ভাঙা বোমার স্‌প্লিন্টার

শরীরে বিঁধেছে । কার রক্তমাখা জামা

পূবদিগন্তের কোলে নিশান হয়ে ওড়ে ?

দেবর্ষি, কমরেড, আমি তোমার বুলেটে

একদিন লিখে দেব অজস্র কবিতা !

মনে থাকবে সন্ধেবেলাগুলো

মনে থাকবে উবের-রাইড

মনে থাকবে কবি-সভা থেকে

এসি-মেট্রোয় ফিরে আসা

ইলেকট্রিক তারে-বসা পাখি

বৃষ্টিভেজা দু’চারটে কাক

ঘাড় উলটে, মরে পরে আছে...

ভুলব না বিমূর্ত কথকতা

আকাঙ্ক্ষার ভাঙা দেউলের

ভিতরে বিগ্রহ রাখা ছিল...

দুর্মূল্য রত্ন রাখা ছিল !

অন্য কোনও চোরাদরজা নেই...

ছেঁড়া পান্ডুলিপি রাখা আছে

সেই বিস্ফোরক চিলেকোঠায়

আর, চাঁদ পিছনে সরে যায় !

তুলট কাগজে-আঁকা মেঘ

মেঘে মেঘে বিস্ফারিত আলো

আবার বিদ্যুৎ চমকাল

তোমার ওড়না-ঢাকা মুখে

অপরূপ বৃষ্টির ঝালর...

bengali poetry Bengali Literature
Advertisment