Advertisment

বল্লরী সেনের এক গুচ্ছ কবিতা

পেশায় অধ্যাপক বল্লরী সেনের ছোটবেলা কেটেছে দুর্গাপুর শিল্পনগরীতে। প্রথম বই ১৯৯৯ সালে, কৃত্তিবাস পুরস্কার ২০১০ সালে। আজ বল্লরীর এক গুচ্ছ কবিতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অংলকরণ- অরিত্র দে

ভেজা জুতো ও তার কৈফিয়ত

Advertisment

কী যে হল কানের দো বুঁদ খুলে রাখলাম পকেটে। ডান পকেটে তখনো বৃষ্টির ছাট এলো হয়ে মণ্ড পাকিয়ে হারিয়ে যেতে বসেছে, কী মনে হল, লাইন পাল্টে জুতোর মধ্যে পা গলিয়ে কান্না নম্বর এক কে অন্ করি, নাহ্, হেভি ওয়েট কষ্ট চলবে না
বরং স্প্যাগেটি ছায়াদের ডাকযোগে ছেড়ে আমি জুতো জোড়া না হয় হাতে তুলে দৌড় দিই, অথবা সাইট্রাস একধরণের না-পারা ইচ্ছে এরপর আইবুড়ো গাছের পাতাদের শিরায় আমাকে জড়িয়ে রাখলো সার দেওয়া রোদের মুসুরিতে, পাল্টে যাচ্ছিলাম...জারানো বেগনি ফুলের ডানায় তার চাহনি লুকিয়ে রাখলে আর হলদে বাগানের বুনো সুখের লবঙ্গে আমাৱ সর্বাঙ্গ ভিজে যেতে লাগলো, মায় জুতো পর্যন্ত

খাম্বাজ

ক্রমশ আওয়াজসঙ্কুল হল পাখি

হাঁড়িচাচা গাছের ছালের ভারে চুপ থাকে না, তার কানে মৌমাছি অন্যায় গুঞ্জন করে চললো দিনরাত

পার্থিব সমস্তের ভারে এখন নিশুত গাছেরা ও পাতার বাতাসে গলা তোলে। গান এসে শ্বাস টেনে নেয় ঘাসের থেকে কুশ

কেবল তোমার কাছে সময় এসে চাপরাসির মতো

একা একা ফিরে

চলে

যায়

পূর্ণিমার ঘোর লাগে মন্ত্রসিক্ত ভোরের বাগানে

গুলমোহরের কাছে গোলাপের কিচ্ছুটি আর

বলবার রইল না। আলো নেই বলে রা নেই কুঁড়ির

ফুল ফুটলে ঠিক কেউ তোমার মতো করে বুঝে নেয়

কথা নেই, গন্ধটুকু রয়ে  গেছে

আরও বাংলা কবিতা পড়তে ক্লিক করুন এই লিংকে

শোয়া মানুষের ধুন ১

শুনে শুনে শব্দের কান ধরে সময়কে থুতু আর রক্ত

নিয়ে আউট করে দেয়, আমার দিকে নজর রাখতে বা লিখতে লগইন করতে পারেন শয্যাশায়ী@পতঙ্গ২০১৮। শীতের বিছানা তোলার ভয় চেপে ধরে আমাকে, রাত্রে যে খাদে পড়েছিলাম

জমাদারের ডাউনলোড সিটি দেওয়ার সঙ্গে

সেই আদরের সমাধান হয়ে গেল

এখন আমার ভেতরে আর তুমি ছিটিয়ে নেই

শোয়া মানুষের ধুন ২

আমি আপনার অনুসরণকারীদের সঙ্গে রাজামশাই খেলা শুরু করেছি

রাজামশাই, একটি বালিকা চাইলে আমার সবচেয়ে পর দেহটা কানায় কানায় চাবুক সাজিয়ে

দেব।

দেখবেন, ফুল তোলা জুতোর যেন ক্ষতি না হয়

শোয়া মানুষের ধুন ৩

নুন মরিচ ডিমের কুসুম

আমাদের দাম্পত্যের সবচেয়ে ভালো চুরি

তুরস্কের বেলেম তাকে নীল চন্দ্রিমায় সেলাম

করে

বাকি জীবন ভুলে যায় সব

শোয়া মানুষের ধুন ৪

দুটি চোখ বুজে

পায়ের পাতারা কারণ অক্ষুণ্ণ রাখতে চান

যাপনের কমলালেবু

বাগানের চম্পার ঘ্রাণে বিকেলে তুমি যখন আসবে আর কিছু শব্দ থাকবে না

জোনাকির ডানায় সেই তোমাকে দেখা

শোয়া মানুষের ধুন ৫

ঘাম ঢাকা কপালে চুমুরা চৌচির

ওগো কুসুমবনির সাকিব, গালিব কী বলেন জানো

ঐ ফিরোজা হাফশার্ট, ওটা না হয় আমি ও পরলাম

সারাদিন তুলুশ কাপড়ে মোড়া আমাদের

যোজন সোহাগ

bengali poetry Bengali Literature
Advertisment