Advertisment

করোনা কালের কবিতা - দাউদ হায়দার

"এই 'কাল' নিয়ে এক লহমায় (যাকে বলে 'এক সিটিং-এ'), ছোট ছোট পদ্য লিখলুম কয়েকটি। আসলে, এই 'কাল'-এর দলিল। যে সময়কালে বাস, সময়টা রাজনীতির। প্রত্যেকে জড়িত। আমি-আপনি-তুমি নিমিত্ত।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বার্লিন প্রবাসী বাংলাদেশের নির্বাসিত কবি দাউদ হায়দারের কলমে উঠে এল সমকালীন পরিস্থিতির বর্ণনা। করোনা কালের কবিতা।

Advertisment

দোহাই মা কালী

বন্দীজীবন কাকে বলে অজানা নয়,

জেলে ছিলাম মাসের পর মাস,

একাকীত্বের প্রহার, নিষ্ঠুর শৃঙ্খল

যুগপৎ সন্ত্রাস আর বীভৎস ভাইরাস

#

আদ্যিকাল থেকে মানুষের আর্তনাদ

ক্ষুধাব্যাধির যন্ত্রণা

প্রহরে-প্রহরে মৃত্যু, কবর-শ্মশান

#

দোহাই মা কালী, রক্তমাখা জিভ ব্যাদান কোরো না

-----------------------------------------------------------------------

আমার পতাকা

বলো হে ঈশ্বরী পাটনী, কীভাবে তোমার সন্তান

বাঁচবে দুধেভাতে মুমূর্ষু বিশ্বদেশে?

যেদিকে তাকাই তীক্ষ্ণ মৃত্যুবাণ।

বাঁচার সমস্ত পথ রুদ্ধ, বাঁচাও দুঃসহ বদ্ধ পরিবেশে

#

জীবন নিমেষে উধাও, বাতাস বিষমাখা

খাদ্যাভাব ঘরে ঘরে, দূষিত পানীয়

জলের অতলে ক্রন্দন, মানুষ দিশেহারা। আমার পতাকা

বহনের কেউ থাকবে না, হে স্বজন, প্রিয়?

-----------------------------------------------------------------------

দিনগুলো

আনা ইসলাম বললেন, "মানুষ বান্ধব নয় আর

দেখাসাক্ষাতে ওজর আপত্তি, আত্মীয়কুল দূরে, এই যন্ত্রণার

অবসান কবে, কোন নিয়তি দুয়ারে, তল্লাটে?"

#

বললুম, "যে পাপ হাড়েমজ্জায়-গাগতরে

কী করে ঢাকব প্রকাশ্যে, গহ্বরে?

#

"দিনগুলো হিসেব নিচ্ছে কড়ায় গন্ডায়, পাল্লাতে।"

-----------------------------------------------------------------------

আমরা

ঘরবন্দি, ক্রমশ কাহিল।

সবাই বিষাদে আচ্ছন্ন।

এদেশে দুর্ভিক্ষ প্রতিদিন, শকুন ও চিল

চক্রাকারে, চেতনে-অচেতেনে দুঃস্বপ্ন

#

আমরা বুভুক্ষু, আমরা সাহায্যপ্রার্থী

আমাদের চিৎকার, আমাদের ক্রন্দন

আমাদের কাতরতা-আর্তি

শুনছে না কেউ, অরণ্যে রোদন

-----------------------------------------------------------------------

স্তরে-স্তরে

আজ বেঁচে আছি, কালকের কথা বলা অসম্ভব।

জীবে আর দয়া নেই, মায়ার জগতে শুধু শোক।

#

প্রকৃতি মেতেছে প্রতিশোধে, ঘাটেবাটে নাচে মহামারী, শব

কেন কী করে এই দুর্যোগ, ছিন্নমস্তাও বলতে অপারগ

#

আসন্ন ধ্বংসের সব লীলাখেলা শূন্যের গহ্বরে?

কে পাতক কে শ্মশানযাত্রী অমানিশার কুটিল স্তরে, স্তরে-স্তরে?

-----------------------------------------------------------------------

একদা ছিলেন

চারদিকে ছড়ানো অসুখ

মৃত্যুর দেখা-না-দেখা নানা মুখ

পৃথিবীর চেহারা মলিন, অস্তগামী

#

ধনতন্ত্রের বড়াই শেষ, সাম্যবাদ-সমাজ জরুরি আজ

একদা ছিলেন যাঁরা রক্তচক্ষু, দুর্দান্ত মস্তান জাঁহাবাজ

ভাবেন নি, আমি নই আর গৃহস্বামী।

-----------------------------------------------------------------------

প্রিয় বন্ধু,

চলছে 'করোনা'-কাল।

এই 'কাল' নিয়ে এক লহমায় (যাকে বলে 'এক সিটিং-এ'), ছোট ছোট পদ্য লিখলুম কয়েকটি।

আসলে, এই 'কাল'-এর দলিল।

পাঠযোগ্য কিনা, বলতে অপারগ। বিচারক নই।

আমার পদ্যে রাজনীতি নানা সঙ্কেতে, বলা ভালো, দোলায়িত।

যে সময়কালে বাস, সময়টা রাজনীতির। প্রত্যেকে জড়িত। আমি-আপনি-তুমি নিমিত্ত।

দাউদ হায়দার 

১০ মে, ২০২০

বার্লিন, জার্মানি



ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment