scorecardresearch

সাহিত্য জগতে নক্ষত্র পতন, প্রয়াত ‘কালবেলা’র স্রষ্টা সমরেশ মজুমদার

তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাহিত্য মহলে।

Samaresh Majumder
প্রয়াত কালবেলা-এর স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার।

সাহিত্য জগতের আকাশে নক্ষত্র পতন। প্রয়াত কালবেলা-এর স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত সাহিত্যিক। বয়স হয়েছিল ৭৯ বছর। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলার মতো একের পর এক কালজয়ী উপন্যাসের স্রষ্টা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাহিত্য মহলে। গোয়েন্দা চরিত্র অর্জুনের স্রষ্টাও তিনি।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সোমবার বিকেলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহিত্যিক। পৌনে ছটা নাগাদ তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। পরে শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। হাসপাতালে ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বা স্লিপ অ্যাপনিয়া বাড়তে থাকে।

ডুয়ার্সে জন্ম হয়েছিল তাঁর। শৈশবের শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। ছয়ের দশকে কলকাতায় চলে আসেন। ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। বাংলায় অনার্স নিয়ে স্নাতক হন। এর পর স্নাতকোত্তর স্তরের পড়াশোনো শেষ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়।

বহু কালজয়ী উপন্যাসের স্রষ্টা তিনি। তাঁর লেখায় বার বার সমাজের কথা উঠে এসেছে। সাতের দশকের নকশাল আন্দোলনের অধ্যায় তাঁর কালবেলা উপন্যাসে উঠে আসে। অস্থির সময়ের গল্প বার বার তাঁর লেখনিতে ধরা পড়েছে। সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন সমরেশ মজুমদার।

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Bengali App.

Web Title: Eminent writer samaresh majumdar passed away at 79