Advertisment

কলকাতা বইমেলার কয়েকটি জরুরি তথ্য

বিভিন্ন ডেজার্টের ব্যাপারে যাঁরা উৎসাহী, তাঁদের জন্য সুখবর রয়েছে। গুয়াতেমালা প্যাভিলিয়নে প্রতিদিন সন্ধে ৪টে থেকে ৭টা পর্যন্ত চলবে ডেজার্ট ফেস্টিভ্যাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Book Fair press conference

বইমেলার মাঠ থেকে প্রথম সাংবাদিক সম্মেলন

এবারের বইমেলার কয়েকটি মুখ্য অনুষ্ঠান

Advertisment

২ ফেব্রুয়ারি শনিবার লেপচাদের নিয়ে বিশেষ সন্ধ্যার আয়োজন করা হয়েছে গিল্ডের তরফ থেকে। ওই সন্ধ্যাতে গান গাইবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

৩ ফেব্রুয়ারি রবিবার বইমেলায় শিশুদের হাতে তুলে দেওয়া হবে বই, তাও আবার বিনামূল্যে। ওই দিন মেলার মাঠে অনুষ্ঠিত হবে শিশুদিবস।

বইমেলার শেষদিন, ১০ ফেব্রুয়ারি, রবিবার মেলায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ দিবস।

১১ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আরও পড়ুন, বইমেলায় লাখ টাকার বই পুরস্কার, পিনাকী ঠাকুর প্যাভিলিয়ন, বিশেষ অ্যাপ

বিভিন্ন ডেজার্টের ব্যাপারে যাঁরা উৎসাহী, তাঁদের জন্য সুখবর রয়েছে। গুয়াতেমালা প্যাভিলিয়নে প্রতিদিন সন্ধে ৪টে থেকে ৭টা পর্যন্ত চলবে ডেজার্ট ফেস্টিভ্যাল।

এবারের বইমেলার গেট পরিচিতি

বইমেলার ৪ নং গেট তৈরি হচ্ছে আর্চ অফ সান্টালিনার আদলে।

৫ নং গেট তৈরি হবে ন্যাশনাল মিউজিয়ম অফ মডার্ন আর্ট কার্লোস মেরিদার আদলে।

এই দুটি প্রবেশদ্বারকে থিম গেট হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

১ নং গেটের নাম দেওয়া হচ্ছে সম্প্রীতি গেট। এ গেট একতা, সমন্বয়, সংহতির প্রতীক।

২ নং গেট হবে রমাপদ চৌধুরীর নামাঙ্কিত।

৬ নং গেট হচ্ছে বিশ্ববাংলা গেট।

এ বছর শান্তিনিকেতনের কলাভবনের শতবর্ষ। সে কথা মাথায় রেখে কলাভবনের আদলেও একটি গেট থাকছে বইমেলায়।

২০১৯-এর কলকাতা বইমেলার মাঠ থেকে প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার। সেখানে জানানো হয়েছে এবারের মেলায় যথেষ্ট পরিমাণ সিসিটিভি যেমন থাকবে, তেমনই থাকবে আগুন রোধে বিভিন্ন ব্যবস্থাও। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে খোঁজ রাখছেন।

Kolkata Book Fair
Advertisment