Advertisment

দুটি কবিতা: ফেরদৌস নাহার

ফেরদৌস নাহার বাংলা ভাষার শক্তিশালী কবি ও গানের রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশের ব্যান্ডের দল মাইলস-এর জন্য বেশ কিছু গান লিখেছেন তিনি। অন্তত ১৫টি কবিতার বই ও ৩টি প্রবন্ধগ্রন্থের রচয়িতা ফেরদৌস নাহার।

author-image
IE Bangla Web Desk
New Update
FERDOUS NAHAR - CHARU MEGH-001

ছবি চিন্ময় মুখোপাধ্য়ায়

চারুমেঘ

Advertisment

এক কাজ করুন, যে নদীতে মাছের আনাগোনা বেশি

সেখানেই বসিয়ে দিন প্রেমকল, তারপর সারাদিন সারারাত

জাল ফেলে ভরা হোক প্রণয় আরত। এসব কথায় সে

হো হো হাসে, হাসতে হাসতে বিষম খেয়ে বলে, পাগল

এমন পাগলের গল্প বা খেলাঘর অনেক দুয়ার থেকে

বিষকাঁটা তুলে এনে বুক সাজিয়েছে। তাকে নতুন করে

দেখার সময় হলে, সে খুব দৌড়ে চলে গেছে বনস্পতি মেঘে

পাগল ধরা দেবে না

দেয় না বলে এই মিথ্যা চারু চারু ভাবসাব আমাদেরকে

ভদ্র বলে ভাবে

তারপর বৃষ্টি আসে, ধুয়ে যায় রং, চোখের বিকেলবেলা

নদীর পোশাক খুলে চুমু খেতে আসে। তখন গল্পের প্রেম

কবিতার ঘরে ঢুকে পড়ে

স্বয়ম্ভূ-প্রহর

FERDOUS NAHAR - SWYAMBHU PRAHAR-004 ছবি- চিন্ময় মুখোপাধ্যায়

এখন বুঝতে পারি বিপন্ন ক্রুদ্ধ জল

তিরবিদ্ধ তোমার বাণী

এভাবেই তো শিক্ষিত হলাম

ঝাড়া রাত দিন, ঝিমঝিম দুরন্ত চিৎকার

শীৎকার পুরাতন ভঙ্গিতে সঙ্গম ক্লান্ত দেহে

বিধিবদ্ধ স্বয়ম্ভূ-প্রহর টপ টপ ঝরে পড়ে

তামাদি স্রোতের শ্বাস খুব ভারি পাথর প্রবণ

কত গল্প গালাগাল, কত রক্ত রক্তিম লাল

পরস্পরে লেপটে থাকে পাহাড়ে প্রতিধ্বনি হয়ে

এভাবেই বুঝতে শিখি ঝোঁকে ঝোঁকে কেটে গেছে

জীবনের যৌথ কারসাজি, মিলিত উত্তাপ

নৌটঙ্কি দেখানো সেই চূড়ান্ত হেঁয়ালি ভরা সন্ধ্যা

Bangladesh Poetry
Advertisment