১
তোর দু'চোখে শালুক ভাসে জলে
তোর মুখেতে রোদ্দুর লাল রং
দেখনহাসি তোর ঠোঁটটি ছুঁই
অমনি চেনা আহ্লাদী সব ঢং
ম্যাচিং ক্লিপে অবহেলার চুল
উলুকঝুলুক, সাজছে তবু রোজ
ছেঁড়া খাতার পাতা ভর্তি চিঠি
মুঠোফোনেও দিব্যিদিলেশ, খোঁজ
ধুলোর ঝড়ে আঁচল ওড়াউড়ি
স্লিংব্যাগেতে আবোলতাবোল কথা
চিবুকে তিল, জোড়া ভুরুর ভাঁজে
রাগের আঁচড় ... দমকা নীরবতা
কফির কাপে ঝগড়াঝাঁটি খুব
বুঝি না তুই গাছ না হলুদ পাখি
ক্যানভাস আর তুলি প্যালেট নিয়ে
রং মিলিয়ে তোরই শ্রীমুখ আঁকি
আরও বাংলা কবিতা পড়তে ক্লিক করুন এই লিংকে
২
রাজকন্যে খুঁজেই মরেছ
স্বপ্নে শুধু ঘুঁটেকুড়ুনিরা
পাখিনীড়, বনলতা নয়
বাসস্টপে নয় কোনো নীরা
চোখের কোণেতে খুব মেঘ
অথচ বৃষ্টি নেই মোটে
দিক হারিয়েছ বুঝি কবি?
জানো...ক্যাকটাসে ফুল ফোটে!
সে অধর ছুঁয়েছ কি তুমি?
তৃষ্ণার জল আছে!
চুম্বন তার অন্য নাম....
কবি না পথিক তুমি?
মরুদ্যান দেখেছ কি?
ভুলে গেছ?
সেই যে কবেই আমি ....
হাত ধরে
চিনিয়েছিলাম!
৩
তোমার ভেতরে গাছপালা ছিল? লতা বা গুল্ম, দুপুরের মেঘ?
উঠোনে বিকেল, দেয়ালে ফাটল, অনামা অচেনা ফালতু আবেগ?
তোমার মনেতে ঝুম রাত্তিরে তারারা সাজত জোনাকির ফুল?
তোমার সবুজ শাড়ির আঁচলে চোরকাঁটাগুলো লুকিয়ে বেভুল?
তোমার রাগ বা অভিমান যত, কেউ দাম দিত চুপিচুপি হাতে?
তোমার হাসি বা কান্নার জলে জলছবিগুলো ভেজে একসাথে?
তোমার মুখেতে যেই না আঁধার, অমনি তখন মোমবাতি-আলো?
মনে মনে তুমি একলাটি খুব...কেউ কি তখন বেসেছিল ভালো?
কেউ বলেছিল, ডাকনাম দেবে... যে নামটি শুধু আড়ালেতে থাকে...
ভালোবেসেছিলে তুমিও কি খুব? প্লীজ, লক্ষ্মীটি ...বলবে না...কাকে?
৪
যখন তখন ছটফটিয়ে
এই যে আমি তোমার প্রতি
দু:খে, ব্যথায়, মগ্নসুখে...
ভাবছ বুঝি ছন্নমতি ?
এ সব কিছু বেভুল মনের
ছন্দে লেখা ভাবনাকুটো,
মনমর্জি তোমায় ভেবেই
স্বপ্ন দেখা একটা দু'টো!