গ্রামদেবতা
আখগন্ধে একটা লক্ষ্মীপুজো আছে।
ধানের মরাই থেকে ওঠে লন্ঠন আলো।
চৈত্রর আকন্দফুলে শিবলিঙ্গ সকলি উঠে আসে।
আমি সন্ধের গাভি হয়ে বৃন্ত উজাড় করে দি।
সন্তানহীন জননীরা টসটস পাকে।
তোর পাতায় পাতায় রস
বোলপুরের আকাশে আজ নীলচে অন্ধকার। লাল কাঁকর হাঁ করে চেয়ে আছে ক্ষয়ে আসা চাঁদের দিকে।
মনে পড়ছে কেন্দুবিল্ব গ্রামের আনন্দবট; ওর নীচে দড়ির খাটিয়া,পাশেই বল্মীক স্তূপ।
গুপগুপি যন্ত্র এখানেও মিলছে,উপাসনা গৃহে রাত্রিকালে প্রবেশ নিষেধ।
শুধু খুচরো পুলিশভ্যান কেবলি উড়ে উড়ে যায়।
আমি নিজস্ব ফতুয়ায় লুকিয়ে ফেলছি কল্কে,গাঁজা, আগুন।
মেঘলাদিনে সাঁঝের বেলা
চৈত্রদিনের গোপীনাথ মেলা।
ঝড়বাদলে নৌকা উল্টে আখের টিন জলে ডুবিয়া যায়।
হতাহত ১। মৃতের সংখ্যা শূন্য।
শুধু দেহবেচনেওয়ালী তালবৃক্ষ বজ্রবিদ্যুৎবাবুকে ধরবার আশায় পাতা ঘুরিয়ে ঘুরিয়ে নীল নাচ দেখাচ্ছে!
বৈশাখে রচিত কবিতা
(১)
কবিতা লেখা হল না আল্লা।
ভাতের থালা থেকে ডেকে ওরা আমারে দূরে নিয়ে গেল।
ভাতছানা আলুভাতে নিয়ে কতকাল আর পোড়া জিভে হা অন্ন দেওয়া যায়!
কর্ম নেই;
তাই পরবাসী হাওয়া দূরে পাঠায় আমারে।
বুড়ো বাপের ঘাড়ে ২১ বছরের ভূত হয়ে কতোকাল বসে থাকব?
(২)
মিনির ছা মরে গ্যাছে;
হরিতকী গাছের নীচে নস্যি ডিবের মতো ওর সন্তানকে খেয়ে গেল নেউল।
মিনি আমার পা ধরে মিউমিউ স্বরে সন্তানকামনা করে।
ডুমুরবৃক্ষের ন্যায় ঠায় দাঁড়িয়ে থাকি।
মনে মনে বলি-হা ষষ্ঠী ঠাকরুণ!
(৩)
কাঁধে গামছা, বাঁধা লক্ষ্মীপুজোর প্রসাদ।
অই লোকটা ডোমের চাঙারিও বাঁধতে জানে!
অই তোমার পূর্বপুরুষ ছিল, গাছে গাছে বানর।
চটি বগলে বেয়াই বাড়ি যাচ্ছে!
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Latest News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল