Advertisment

সুমন মান্নার দুটি কবিতা

কর্মসূত্রে দীর্ঘদিন ধরে বাস করছেন দিল্লিতে। তবু বাংলা ভাষার ছন্দ ছেড়ে যায়নি তাঁকে। শুধু ছন্দ নয়, বোধ থেকে ভাষ্য- সব দিক থেকেই তাঁর কবিতার মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি ধরা পড়বে খালি চোখেই। প্রকাশিত হল সুমন মান্নার একজোড়া কবিতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Suman Manna's Poetry

ছবি চিন্ময় মুখোপাধ্য়ায়

কাল, স্বপ্না সিনেমায়

Advertisment

স্বপ্না সিনেমায় কাল ফের তোমাকে দেখেছি-

তুমি দেখেও যেন দেখছিলে না

ভেসে যেতে যেতে পার হচ্ছিলে

বাবুদা’র চায়ের গুমটি, রোল কর্নার, মোবাইল রিচার্জ দোকান।

অফিস ফেরৎ অটো, সিনেমা ভাঙার ভিড়,

তার ওপর রাস্তার কিছুটা অংশ বন্ধ

কাজ চলছিল - এসব পেরিয়ে কিছুক্ষণ পরে

আমি আর তোমাকে খুঁজে পেলাম না।

তুমি মেঘেদের সঙ্গে গল্প করতে করতে করতে ভেসে যাচ্ছিলে

আমাকে দেখেও যেন দেখলে না, স্পষ্ট মনে আছে

কাল সন্ধ্যায়,  স্বপ্না সিনেমার কাছে।

কথার কথা

SUMAN MANNA - KOTHA R KOTHA ছবি চিন্ময় মুখোপাধ্য়ায়

নেহাৎ কথার কথা, কত আর বলা যায় বলো
যখন ঘুমিয়ে থাকো, সকালের দিকে
সামান্য আলো এলোমেলো চুল কিছুটা সরিয়ে
গালে চুমু দিল –
কৃষ্ণাপঞ্চমী চাঁদ কিছুটা আরক্ত হয় এতে –
আমি দেখি তোমাকে অফিসের জন্য তৈরি হ’তে হ’তে।

অথচ দিনের মধ্যে সারাক্ষণ আছো গনগনে
পৃথিবীর যাবতীয় ঘরে রান্না বসানো যেন
তোমার আগুনে –
কাছে যেতে তাতে পুড়ে যাই, তাকানো দূরস্থান
গুলাম আলির গান বন্ধ হয়েছে এ দেশে -
যেহেতু তার সাকিন পাকিস্তান।

Advertisment