/indian-express-bangla/media/media_files/2025/09/09/aa-2025-09-09-16-58-55.jpg)
আক্কির জন্মদিন
/indian-express-bangla/media/media_files/2025/02/28/j9tEa1npVJWJXR1A1Ylm.jpg)
'খিলাড়ি' অক্ষয়ের জন্মদিন
৫৮-এ পা বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমারের। জীবনের এই বিশেষ দিনে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশএকটি আবেগঘন বার্তা শেয়ার করলেন। অনুরাদগীদের সঙ্গে মনের কোন অনুভূতি ভাগ করে নিলেন বার্থডে বয়?
/indian-express-bangla/media/media_files/2025/05/03/qr56kWrbxW9zud1Dawb4.jpg)
আক্কির আবেগপ্রবণ পোস্ট
সোশ্যাল মিডিয়া পোস্টে আক্কি লেখেন, 'সকলকে সুপ্রভাত! ৫৮ বছরের জীবনে ৩৪ বছর কেটেছে এই ইন্ডাস্ট্রিতে। ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছি। সেই যাত্রা এখনও চলছে। যাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন, টিকিট কেটে সিনেমা দেখেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, যাঁরা আমার ছবি প্রযোজনা করেছেন, পরিচালনা করেছেন কিংবা সাফল্যের পথ দেখিয়েছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। এটা যতটা আমার যাত্রা ঠিক ততটাই আপনাদেরও।'
/indian-express-bangla/media/media_files/2024/12/02/6QfgJjGJA9nHVeExw60t.jpg)
আক্কি আরও বলেন...
জন্মদিনে কেরিয়ারের সাফল্যকে অনুরাগীদের উৎসর্গ করেছেন অক্ষয়। তাঁর কথায়, 'আমার জন্মদিন আসলে তাঁদের জন্য উৎসর্গ যাঁরা এখনও আমার উপর বিশ্বাস রাখেন। আমার জীবনের কাজগুলিকে আমার প্রিয় মানুষ ও ভক্তদের জন্য শৈল্পিক কারুকার্যের মাধ্যমে তুলে ধরার জন্য রাহুল নন্দাকে ধন্যবাদ।'
/indian-express-bangla/media/media_files/2025/08/06/akshay-kuamr-2025-08-06-11-46-43.jpg)
চরিত্রের কোলাজে
রাহুল নন্দার বানানো একটি বিশেষ আর্টওয়ার্ক যেখানে রয়েছে তাঁর তিন দশকেরও বেশি সময়ের আইকনিক চরিত্রের কোলাজ। সেটি শেয়ার করে মনের কথা বললেন অক্ষয়। সেই সঙ্গে রাহুলের এই উদ্যোগকে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অনন্য মাধ্যম হিসেবে ব্যক্ত করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/09/g0xpptgbgai40az-2025-09-09-17-01-42.jpg)
আক্কির প্রশংসায় পরিচালক
জন্মদিনের আগে, অক্ষয়ের দীর্ঘদিনের সহকর্মী ও পরিচালক বিপুল অমৃতলাল শাহ Galatta Plus-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতার বহুমুখী প্রতিভা নিয়ে খোলামেলা কথা বলেন। শাহ বলেন, 'আমার প্রথম দুটি ছবিতে যখন অক্ষয়ের সঙ্গে কাজ করছিলাম তখনই বুঝেছিলাম এমন একজন অভিনেতা যিনি নিজেই জানেন না তিনি আসলে কতটা পারদর্শী। তখন ওকে শুধু অ্যাকশন হিরো বলা হত আর সেই সময় কমেডি ছবিতে অভিনয় করে ইমেজ বদলানোর চেষ্টা করছিলেন। কিন্তু কেউ তাঁকে গুরুত্ব দেননি। হয়তো সমালোচকেরা তাঁকে প্রকৃত অভিনেতা হিসেবে ভাবেননি। তাই ওঁর মধ্যেও একটা 'আমার কিছু যায় আসে না' এমন মনোভাব তৈরি হয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম ওঁর মধ্যে ইন্ডাস্ট্রিকে দেওয়ার জন্য সুপ্ত প্রতিভা আছে।'