/indian-express-bangla/media/media_files/2025/10/20/cats-2025-10-20-14-46-46.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/10/20/dd-7-2025-10-20-14-47-51.jpg)
কাপুর পরিবারে আলোর উৎসব
এই বছর দীপাবলির আনন্দে একসঙ্গে মেতে উঠল কাপুর পরিবার। প্রতিবারের মতো এবছরও প্রি-দিওয়ালি পার্টি ছিল যথারীতি জাঁকজমকপূর্ণ। আলিয়া ভাট, করিনা কাপুর থেকে শুরু করে নীতু কাপুর সহ পরিবারের বহু সদস্যই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাদের দীপাবলির উদযাপনের ঝলক। করিনা নিজের বাড়িতেই এই জমকালো পার্টির আয়োজন করেছিলেন। হাসি-আনন্দে ভরপুর সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন পরিবারের সদস্যরাই।
/indian-express-bangla/media/media_files/2025/10/20/dd-6-2025-10-20-14-47-51.jpg)
পার্টির সাজসজ্জা
করিনা ওই রাতে পরেছিলেন রাজস্থানি পোশাক অন্যদিকে আলিয়া বেছে নিয়েছিলেন একটি সোনালি শাড়ি যার সঙ্গে পরেছিলেন স্টাইলিশ জ্যাকেট। আলিয়া, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উৎসবের সেই রঙিন মুহূর্ত। ছবিগুলিতে দেখা যাচ্ছে করিনার সঙ্গে পোজ দিচ্ছেন, সঙ্গে রয়েছেন কাপুর পরিবারের মহিলারাও। নীতু কাপুর, আলেখা আডভানি, অনিসা মালহোত্রা ও অন্যদের সঙ্গে জমে উঠেছিল দিওয়ালি পার্টি।
/indian-express-bangla/media/media_files/2025/10/20/dd-5-2025-10-20-14-47-51.jpg)
আনন্দে আত্মহারা তৈমুর-জেহ
সইফ আলি খানও দুই ছেলে জাহাঙ্গীর (জেহ) ও তৈমুরকে নিয়ে পার্টিতে দেন। উৎসবে সামিল হয়েছিলেন সইফের প্রথম পক্ষের ছেলে ইব্রাহিম আলি খানও। করিশ্মা কাপুরও পরিবারের সঙ্গে অংশ নেন এই দীপাবলি পার্টিতে। কালো-সাদা কম্বিনেশনের কুর্তা সেটে অত্যন্ত মার্জিত সেজেছিলেন লোলো। যদিও সম্প্রতি তার দুই সন্তান সামাইরা ও কিয়ান খবরের শিরোনামে। প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের সঙ্গে ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে আইনি বিবাদের কারণেই চর্চায় করিশ্মা সহ দুই সন্তান। তবুও আলোর উৎসবে সামিল অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/10/20/dd-4-2025-10-20-14-47-51.jpg)
পার্টির অতিথি কারা?
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সোহা আলি খান, রণধীর কাপুর, ববিতা কাপুর, আদার জৈন, আলেখা আডভানি, অনিসা মালহোত্রা, আরমান জৈন ও দ্য ব্ল্যাক ওয়ারেন্ট অভিনেতা জাহান কাপুর।
/indian-express-bangla/media/media_files/2025/10/20/dd-1-2025-10-20-14-47-51.jpg)
দুই পক্ষের মিলন
ইব্রাহিম আলি খান নিজের তৈমুর ও জেহের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'তিন ভাই, তিন তাবাহি! হ্যাপি দিওয়ালি।' সোহা আলি খানও ছবি পোস্ট করে লিখেছেন, 'গত রাতের এনার্জি ছিল একদম সোনার মতো।