/indian-express-bangla/media/media_files/2025/03/23/jWOURmGkjo5DJMua9ZiT.jpg)
কেন হাসপাতালে পরি মণি?
/indian-express-bangla/media/media_files/2024/11/18/RMujBoXv0cJ2EOPIFPx6.jpg)
হাসপাতালে পরি মণি
ফের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরি মণি। প্রথম আলো-র খবর অনুযায়ী, প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসাপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী। শ্বাসকষ্ট এতটাই বেড়ে গিয়েছিল যে চিকিৎসক নেবুলাইজার চালানোর পরামর্শ দিয়েছেন। রবিবার গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন কেমন আছেন অভিনেত্রী?
/indian-express-bangla/media/media_files/2025/02/08/7lLjKt15rofWsYq5Lzij.jpg)
পরি মণির শারীরিক অবস্থা
সোমবার দুপুরে জানা যায়, এখন শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে প্রচণ্ড জ্বর আর শরীরে ব্যথা। তাই আগামী কয়েকটা দিন তাঁকে হাসাপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
/indian-express-bangla/media/media_files/2024/10/30/eUzSz9KhkRmY0Vb7I5Yf.jpg)
কেমন আছে পরি মণির ছেলে?
১০ অগাস্ট পরি মণির ছেলের জন্মদিন পালনের পর অসুস্থ হয়ে পড়ে। ছোট্ট সোনার গায়েও ছিল ধুম জ্বর। তাই মায়ের সঙ্গে সন্তানকেও হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়।
/indian-express-bangla/media/media_files/2025/02/23/rTqHDCLw1LYPZSfv6oU5.jpg)
পরি মণির পোস্ট
সোশ্যাল মিডিয়ায় পরি মণি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। যার মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি অসুস্থ। ওপার বাংলার অভিনেত্রী লিখেছেন, 'এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্ম কাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক! বিশদে আসছে...।'
/indian-express-bangla/media/media_files/2025/08/18/518270424_1326454482174644_3242462761513147996_n-2025-08-18-17-09-59.jpg)
আপকামিং মুভি
পরি মণির নতুন ছবি 'গোলাপ'। শীঘ্রই শুরু হবে সিনেমার শুটিং। ইতিমধ্যেই পরিচালকের সঙ্গে কয়েকবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। এই ছবিতে তিনি অভিনয় করবেন নিরবের বিপরীতে।