/indian-express-bangla/media/media_files/2025/06/07/LzFGUHgXgT7JhKfzd7qV.jpg)
যা বললেন দেব...
/indian-express-bangla/media/media_files/2025/01/01/sdfpunxvXb3mYDTvQbDl.jpg)
রঘু ডাকাতের সাফল্যের মাঝে...
২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দেব অভিনীত লেটেস্ট মুভি 'রঘু ডাকাত'। মুক্তির পরই বক্স অফিসে তেহেলকা তৈরি করেছে। এর মাঝেই বিরাট সিদ্ধান্ত নিলেন মেগাস্টার দেব।
/indian-express-bangla/media/media_files/kA6mv9HYbaPn8DEJebsy.jpg)
ফোন নম্বরের খোঁজে
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ফোন নম্বরের খোঁজ করলেন দেব। কার নম্বর খুঁজছেন আর কেনই বা খুঁজছেন? সেটা অবশ্য নিজেই জানালেন মেগাস্টার দেব।
/indian-express-bangla/media/media_files/2024/12/26/0P5sg2V0vktWBt0cBAHj.jpg)
'মসিহা' দেব
বলিউডের সোনু সুদের কিছুটা ছায়া দেখা যায় টলি ইন্ডাস্ট্রির দেবের চরিত্রে। 'রঘু ডাকাত'-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের টাকা টেকনিশিয়নের হাতে তুলে দিয়েছেন মেগাস্টার। এবার ক্যানসার আক্রান্ত এক বৃদ্ধকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান দেব।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/555769813_1365623111798470_5528324950102141031_n-2025-09-28-15-43-51.jpg)
দেবের অনুরোধ
ক্যানসার আক্তান্ত এক বৃদ্ধ গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন। এখন তিনি ক্যানসারমুক্ত কিন্তু, বূেঁচে থাকার জন্য সামান্য কিছু অর্থের প্রয়োজন। দেবের নজরে আসতেই তিনি ফোন নম্বরের খোঁজ করছেন যাতে ওই বৃদ্ধকে সাহায্য করতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/03/09/x2L6wbS8dz5SSlvpShAX.jpg)
দেব বললেন...
ওই ব্যক্তির ছবি পোস্ট করে দেব লিখেছেন, 'কেউ যদি আমাকে ওঁর ফোন নম্বর দিতে পারেন তাহলে আমি বাধিত হব। আমি সাহায্য করতে চাই। আমার টিম ওঁর সঙ্গে যোগাযোগ করবে।'