/indian-express-bangla/media/media_files/2025/10/06/qwwqesqw-2025-10-06-17-26-55.jpg)
দেব-রুক্মিণীর প্রার্থনা
/indian-express-bangla/media/media_files/2025/10/06/asdasd-2025-10-06-17-27-41.jpg)
মানবিক রুক্মিণী
বন্যাবিধ্বস্ত পরিস্থিতিতে মৃত্যুপুরী উত্তরবঙ্গ! প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা আর বৃষ্টির চোখ রাঙানি যেন কিছুতেই কমছে না। পাহাড় কাঁদছে, এইরকম পরিস্থিতিতে নিজের নতুন ছবি হাঁটি হাঁটি পা পা-এর টিজার মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন 'বিনোদিনী' রুক্মিণী। লক্ষ্মীপুজোর দিনই টিজার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, এইরকম উদ্বেগজনক পরিস্থিতিতে আনন্দের মুডে নেই অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/10/06/qwewqewq-2025-10-06-17-27-41.jpg)
রুক্মিণীর সিদ্ধান্ত
সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে রুক্মিমী জানান নির্ধারিত দিনে টিজার মুক্তি পাচ্ছে না। তাঁর কথায়, ' 'উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এইরকম পরিস্থিতিতে হাঁটি হাঁটি পা পা ছবির ঝলক প্রকাশ্যে আনার সিদ্ধান্ত স্থগিত রাখলাম। বন্যার্ত পরিবারগুলি যাতে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরে সেই প্রার্থনা করছি।' একদিকে যখন উত্তরবঙ্গের এই ভয়মকর পরিস্থিতিতেও কলকাতায় পুজো কার্নিভালে আনন্দে জোয়ারে ভেসেছে ইন্ডাস্ট্রির একাংশ তখন রুক্মিণীর এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/06/qwewqewqwqe-2025-10-06-17-27-41.jpg)
দেবের প্রার্থনা
উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেগাস্টার দেব। এই মুহূর্তে বক্স অফিসে 'রাজার রাজা' রঘু ডাকাত। সিনেমার সাফল্য সেলিব্রেশনের মাঝেও উত্তরবঙ্গের মানুষদের জন্য প্রার্থনা করেছেন অভিনেতা।
/indian-express-bangla/media/media_files/2025/10/06/asdqd-2025-10-06-17-27-41.jpg)
বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ
অর্ণব মিদ্যা পরিচালিত এই ছবিতে প্রথমবার চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে পর্দা ভাগ করেছেন রুক্মিণী মৈত্র। বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ নিয়েই গল্প বুনেছেন পরিচালক। বিনোদিনীর পর হাঁটি হাঁটি পা পা-এ রুক্মিণীকে দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
/indian-express-bangla/media/media_files/2025/01/02/rk01jj5suee6kz6TUNaV.jpg)
পরিচালকের কথায়
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে পরিচালক বাবা-মেয়ের সম্পর্কের গল্প তৈরির নেপথ্য কারণ ব্যখা করেছিলেন। তাঁর মতে, 'আমার মনে হয় বাঙালিরা সম্পর্কে খুব বিশ্বাসী। এটা একটা ইমোশনের জায়গা। একটা আবেগ জড়িয়ে থাকে। বাবা-মেয়ে, মা-ছেলে বা স্বামী-স্ত্রী বা ভাই-বোন প্রতিটি সম্পর্কই কিন্তু, খুব সংবেদনশীল। নিজেও আমি সম্পর্কে খুব বিশ্বাসী। আমার মনে হয়েছে মানুষের কাছে এমন গল্প পৌঁছে দিতে হবে যা প্রত্যেকে নিজের জীবনের সঙ্গে রিলেট (সম্পর্ক) করতে পারে।'