/indian-express-bangla/media/media_files/2025/06/06/y0omEK8mekgW2ZvAnz35.jpg)
মেয়েকে কী উপহার ঠাকুরদার?
/indian-express-bangla/media/media_files/2025/07/29/cats-2025-07-29-10-56-45.jpg)
লক্ষ্মীবারে লক্ষ্মীছানার গৃহপ্রবেশ
২৮ জুলাই কন্যা সন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। মেয়ের জন্মের পর বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে লক্ষ্মীছানাকে নিয়ে বাড়ি ফিরেছেন। প্রথম সন্তানকে স্বাগত জানানোর জন্য এলাহি আয়োজন করেছিলেন অহনা-দীপঙ্কর।
/indian-express-bangla/media/media_files/2025/07/28/cats-2025-07-28-13-35-42.jpg)
বাবার উপহার
মেয়েকে নিয়ে বাড়ি ফিরেই ব্যাগ ভর্তি উপহার এনেছেন অহনার স্বামী দীপঙ্কর। ছোট্ট সোনার প্রয়োজনীয় যাবতীয় জিনিস নিয়ে হাজির। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টের মাধ্যমে সেই উপহারের তালিকাসহ প্রতিটি জিনিস প্রদর্শন করেছেন ড্যাডি কুল।
/indian-express-bangla/media/media_files/2025/08/02/524702381_2579007742459274_9154277138367284111_n-2025-08-02-15-16-03.jpg)
প্রথম ছবি
মেয়ের জন্মের পর প্রথম এই ছবিটি শেয়ার করেন অহনা। একরত্তিকে আগলে মাতৃত্বের প্রথম অনুভূতি! এবার আসা যাক পরবর্তী ছবিতে।
/indian-express-bangla/media/media_files/2025/08/02/518272308_2562986250728090_4817311861547227076_n-2025-08-02-15-17-49.jpg)
ঠাকুরদার উপহার
দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর অহনার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছেন অভিনেত্রীর মা। নাতনি হওয়ার খবর শুনেও সম্পর্ক জোড়া লাগাননি। ছোট্ট সোনাকে দিদা কিছু না দিলেও ঠাকুরদা দিলেন একজোড়া সোনার বালা। ভিডিও পোস্ট করে সেই মুহূর্তটা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অহনা। সেখানেই এক ঝলক দেখা গেল ছোট্ট সোনার নরম-গোলাপি হাত। অহনা জানান, অনেকদিন ধরেই শ্বশুরমশাই এই উপহার দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে এল সেই শুভক্ষণ।
/indian-express-bangla/media/media_files/2025/08/02/499420611_2545310195829029_2837625099605146611_n-2025-08-02-15-20-33.jpg)
নতুন জার্নি উপভোগ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অহনা বলেছেন, মা-বাবা হিসেবে তাঁদের নতুন জার্নি শুরু হয়েছে। কারও থেকে টিপস সেভাবে কিছু পাবেন না, তবে নিজেদের মতো করে প্রতি মুহূর্তে মেয়েকে বড় করার নিত্য-নতুন শিক্ষা অর্জন করবেন।