/indian-express-bangla/media/media_files/2025/10/03/cats-2025-10-03-15-39-00.jpg)
দেবীবরণে র সময় মায়ের স্মৃতিতে মন খারাপ কৌশাম্বীর
/indian-express-bangla/media/media_files/2025/10/03/556299741_830694032884239_3508365243086768834_n-2025-10-03-15-40-09.jpg)
কৌশাম্বীর দেবীবরণ
৯ মে আদৃত রায়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন টেলি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। ধুমধাম করে হয় বিয়ের অনুষ্ঠান। তারপর হানিমুন, জামাইষষ্ঠী, বিয়ের পর পরস্পরের প্রথম জন্মদিন পালন সব মিলিয়ে সুখের সংসার। প্রথম পুজোর আনন্দও হাতে হাত রেখে উপভোগ করেছেন। কিন্তু, বিজয়া দশমীর দিন মা দুর্গাকে বরণের সময় মায়ের স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/cats-2025-10-03-15-41-16.jpg)
আবেগপ্রবণ কৌশাম্বী
দশমীর দিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কৌশাম্বী। ক্যাপশন দেখেই স্পষ্ট, উৎসবের দিনেও মন ভারাক্রান্ত আদৃত ঘরনির। তিনি লিখেছেন, 'মায়েরা কোথাও যায় না। সবসময় আমাদের সঙ্গেই থাকে।' এর সঙ্গে শুভ বিজয়া লিখে দশমীর শুভেচ্ছা জানিয়েছেন কৌশাম্বী।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/557592168_830693469550962_8819848449665277289_n-2025-10-03-15-40-09.jpg)
আদুরে মুহূর্ত
বিয়ের পর প্রথম সিঁদুরখেলা বলে কথা। একসঙ্গে পোজ না দিলে হয় নাকি? বরণ শেষে আদৃতের সঙ্গে আদুরে মুহূর্তে ধরা দিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/558300176_829293113024331_7944687738416706259_n-2025-10-03-15-40-09.jpg)
সাবেক সাজে
পুজোর দিনগুলিতে সাবেক সাজেই ধরা দিয়েছেন টেলি অভিনেত্রী। কখনও সালোয়ার তো কখনও শাড়িতে একেবারে বঙ্গনারী কৌশাম্বী। দশমীর দিনও উজ্জ্বল হলুদ বর্ণের শাড়ির সঙ্গে স্লিভলেস লাল ব্লাউজ আর হালকা মেকআপে সেজেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/495325193_717105440909766_7221966443664004334_n-2025-10-03-15-50-57.jpg)
কাজের মাঝেও...
কৌশাম্বী এখন ছোটপর্দার দুঁদে খলনায়িকা। এই মুহূর্তে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে অভিনয় করছেন। কাজের মাঝেও প্রতি মুহূর্তে মায়ের জন্য মন কাঁদে। দুর্গাপুজোর দশমীর দিন আরও বেশি করে মায়ের কথা মনে পড়ে কৌশাম্বীর। সেই অনুভূতির-ই বর্হিপ্রকাশ দশমীর পোস্টে।