/indian-express-bangla/media/media_files/2025/10/04/qwdqwed-2025-10-04-17-21-06.jpg)
বিবাহবার্ষিকী উদযাপন
/indian-express-bangla/media/media_files/2025/10/04/jhjhhj-10-2025-10-04-17-21-30.jpg)
বিয়ের প্রথম জন্মদিন
দেখতে দেখতে বিয়ের একটা বছর পার। গত বছর অর্থাৎ ২০২৪-এর ৩ অক্টোবর সায়নদীপের সঙ্গে জীবনের নতুন জার্নি শুরু করেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। প্রায় একমাস ব্যাপী বিয়ের নানা অনুষ্ঠানের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিতেন অভিনেত্রী। প্রথম বিবাহবার্ষিকী উদযাপনেও জৌলুস কোনও অংশে কম ছিল না। কী ভাবে বিয়ের প্রথম জন্মদিন সেলিব্রেট করলেন রূপসা-সায়নদীপ?
/indian-express-bangla/media/media_files/2025/10/04/jhjhhj-9-2025-10-04-17-21-30.jpg)
কেক কেটে উদযাপন
শারদীয়ার রেশ কাটতে না কাটতেই পরিবারে উৎসবের আমেজ। প্রথম বিবাহবার্ষিকী উৎসবের থেকে কম কী! যে কোনও অনুষ্ঠানে কেক কেটে সেলিব্রেশনটা আজকাল যেন মাস্ট। সেই স্রোতেই গা ভাসিয়ে কেক কেটে প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন দম্পতি।
/indian-express-bangla/media/media_files/2025/10/04/jhjhhj-5-2025-10-04-17-21-31.jpg)
বিবাহবার্ষিকী স্পেশাল লাঞ্চ
বিশেষ কোনও অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ বা নৈশভোজটা পছন্দের রেস্তোরাঁয় করতে ভালবাসেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। প্রথম বিবাহবার্ষিকীতে প্রিয়তমার সঙ্গে শহরের এক বিলাসবহুল হোটেলে মধ্যাহ্নভোজ সেরেছেন সায়নদীপ। যুগলের লাভিডাভি ছবি শেয়ার করে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে প্রেমে গদগদ রূপসা চট্টোপাধ্যায়।
/indian-express-bangla/media/media_files/2025/10/04/jhjhhj-1-2025-10-04-17-21-31.jpg)
হ্যাপি মোমেন্ট
পরিবার-কাছের বন্ধুবান্ধব ছাড়া যে কোনও বিশেষ দিনের আনন্দ যেন অধরা। রূপসা-সায়নদীপও সকলের সঙ্গে কেক কেটে দিনটিতে আরও স্পেশাল করে তুলেছিলেন। সকলের উপস্থিতিতে হাসি-আনন্দে প্রথম বিবাহবার্ষিকী একেবারে জমজমাট তা ছবি থেকেই স্পষ্ট।
/indian-express-bangla/media/media_files/2025/10/04/jhjhhj-4-2025-10-04-17-21-31.jpg)
রূপসা-সায়নদীপের সিঁদুরখেলা
বিয়ের পর প্রথমবার বিজয়া দশমীতে সিঁদুর খেললেন রূপসা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী সায়নদীপও। রংমিলান্তি লাল পাড় সাদা শাড়ি-সাদা পায়জামা লাল পঞ্জাবিতে সেজেছিলেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সিঁদুরে রাঙা মুহূর্তের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। দশমীর রেশ জিইয়ে রেখেই বিবাহবার্ষিকীতে ফের আনন্দে মেতে ওঠেন যুগলে।