/indian-express-bangla/media/media_files/2025/08/10/494889454_1234747388018600_3028052021982138159_n-2025-08-10-17-57-02.jpg)
ছোটবেলার প্রেম
/indian-express-bangla/media/media_files/2025/08/10/adwqwd-2025-08-10-17-57-30.jpg)
মেয়েবেলার প্রেম
সিনেমা থেকে রাজনীতি, দু'ক্ষেত্রেই শতাব্দী রায় সফল। দীর্ঘদিন পর 'বাৎসরিক' ছবির মাধ্যমে বড় পর্দায় গ্র্যান্ড কামব্যাক অভিনেত্রীর। আজও তাঁর সাবলীল অভিনয় দর্শকের মনে দাগ কাটে। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় শতাব্দী রায়। একটি ভিডিও-তে বলেছিলেন মেয়েবেলায় একজবের প্রেমে পাগল ছিলেন। সেদিন অবশ্য নামটা বলেননি, তবে রবিবাসরীয় ছুটির দিনে 'প্রেমিক'-এর নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/08/10/edfewdfwe-2025-08-10-17-57-30.jpg)
গায়কের প্রেমে পাগল
কিশোর কুমারের ছেলে অমিত কুমারের প্রেমে হাবুডুবু খেতেন শতাব্দী। তখন বয়স ১৭-১৮ বছর। মনের কথা অমিত কুমার পর্যন্ত পৌঁছাতে পারেননি। তাই কোনওদিন অমিত কুমার শতাব্দীর ভালবাসার কথা জানতে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/08/10/qedewdrwerw-2025-08-10-17-57-30.jpg)
প্রেমে হাবুডুবু খেয়ে...
অমিত কুমার একটি গান গাইতে গিয়ে ভুল করে ফেলেছিলেন। সেখানে বেশ কয়েকবার 'সরি' শব্দটা ব্যবহার করেন। শতাব্দী সেই ক্যাসেটটা দিনে ১৪ বার শুনতেন। একটি ম্যাগাজিনে ফটোশুট দেখে তো মাথা ঘুরে গিয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/10/516953657_1248884309938241_4775266672312144786_n-2025-08-10-17-58-25.jpg)
'প্রেমিক'-এর মা কী বলেছিলেন?
শতাব্দীর বয়স তখন ১৭-১৮। তাঁর ধারণা ছিল অমিত কুমারের বয়স হয়ত ২৪-২৫। বিয়ে হলেও হতে পারে। কিন্তু, রুমা গুহঠাকুরতা বলেছিলেন অমিত কুমার অনেক বড়। শতাব্দী প্রথমে বিশ্বাস করেননি, পরে অগত্যা সত্যিটা মানতে হয়েছে। একদিন শুটিং সেটে যখন শতাব্দী অমিত কুমারের সঙ্গে দেখা করানোর জন্য কিশোর পত্নীকে অনুরোধ করেন তখনই তিনি ওই কথাটি বলেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/10/518185622_1250983843061621_3881466933876439853_n-2025-08-10-17-58-25.jpg)
শুটিং ছেড়ে শতাব্দী...
একদিন যখন শুনলেন অমিত কুমার টালিগঞ্জে রেকর্ডিং করতে আসছেন তখন নিজের শুটিং ছেড়ে সেখানে গিয়ে বসে ছিলেন। কিন্তু, সামনে থেকে দেখার পরই আচমকা মনের সব ইচ্ছেগুলো উবে গেল। যাকে এত পছন্দ করতেন-ভালবাসতেন তাঁর সঙ্গে দেখা না করে চলে এলেন। কিন্তু কেন সেদিন এইরকম হয়েছিল সেটা অবশ্য বোঝেননি।