/indian-express-bangla/media/media_files/2025/08/09/hhjkh-2025-08-09-17-07-39.jpeg)
গৃহপ্রবেশের বিশেষ পর্বের ঝলক
/indian-express-bangla/media/media_files/2025/08/09/asdasddw-2025-08-09-17-09-03.jpg)
উৎসবের আমেজ
স্টার জলসার অন্যতম জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'গৃহপ্রবেশ'। ১০ অগাস্ট দেড় ঘণ্টার বিশেষ পর্বের জন্য অপেক্ষারত এই মেগার দর্শক। রায় পরিবারের সঙ্গে নাচে-গানে জমজমাট গৃহপ্রবেশের বিশেষ পর্বে উৎসবের আমেজ উপভোগ করবে দর্শকও। থাকবে অনেক চমক।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/dqdsx-2025-08-09-17-09-03.jpg)
বিশেষ অতিথি
'গৃহপ্রবেশ'-এর বিশেষ পর্বের 'স্পেশাল গেস্ট' নান আদার দ্যান শোয়ের প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়াও নাচে-গানে জমিয়ে দিতে থাকছেন অদিতি মুন্সি, কাঞ্চন মল্লিক, অনুরাগের ছোঁয়ার স্বস্তিকা দত্ত সহ আরও অনেকেই। স্পেশাল এপিসোডের প্রোমো ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকের।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/qwdqwdqwedqw-2025-08-09-17-09-03.jpg)
শুভশ্রীর নাচ
রায় পরিবারের সদস্যদের সঙ্গে কোমর দোলাবেন শুভশ্রী। হিন্দি গানের তালেও নাচতে দেখা যাবে বাংলার লেডি সুপারস্টারকে। একদিকে বড় পর্দায় 'ধূমকেতু' মুক্তির আগে শুভশ্রী ভক্তদের উন্মাদনা তুঙ্গে, এর মাঝে ছোট পর্দায় তাঁর আবির্ভাব অনুরাগীদের কাছে নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/qwedqwedqw-2025-08-09-17-09-03.jpg)
কাউন্টডাউন শুরু
অনেক কঠিন পথ পেরিয়ে দেশে ফেরা, হারানো ভিটে ফিরে পাওয়ার আনন্দ উদযাপনে সামিল রায় পরিবার। আর সেই ফিরে পাওয়াকে সেলিব্রেট করতেই তৈরি হচ্ছে পরিবারের প্রতিটি সদস্য। সেই সঙ্গে কাউন্টডাউন শুরু মেগার দর্শকের।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/wqdwqdw-2025-08-09-17-09-03.jpg)
'উৎসবের গৃহেপ্রবেশ'
শুধু নাচ-গানেই উৎসবল শেষ নয়, সঙ্গে থাকছে প্রচুর খাওয়াদাওয়া। এখন শুধু ১০ অগাস্ট রবিবাসরীয় ছুটির দিনে ঘড়ির কাঁটায় রাত সাড়ে ন'টা বাজার অপেক্ষা।