/indian-express-bangla/media/media_files/2025/08/11/cats-2025-08-11-17-01-07.jpg)
সুস্মিতার সিঁদুর-'খেলা'!
/indian-express-bangla/media/media_files/2025/08/11/494438314_1252433046891784_1333775139641555044_n-2025-08-11-17-01-38.jpg)
সুস্মিতা-সব্যসাচীর বিচ্ছেদ
ঘর ভেঙেছে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী ও পপুলার টিউটিউবার সুস্মিতা রায়ের। স্বামী সব্যসাচী চক্রবর্তী পেশায় একজন সাংবাদিক। স্ত্রীর জন্মদিনে বিবাহবিচ্ছেদ চর্চায় যৌথভাবে সিলমোহর দিয়েছেন দম্পতি। তাঁদের বিচ্ছেদে মন খারাপ জুটির ভক্তদের। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কেন অভিনেত্রীর দিকে ধেয়ে এল কটাক্ষ?
/indian-express-bangla/media/media_files/2025/08/11/516475573_1309489937852761_8406940559062428232_n-2025-08-11-17-01-38.jpg)
সিঁদুর-বিতর্ক
সব্য,সাচীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরও সুস্মিতার সিঁথিতে উঁকি মারছে সিঁদুর। ব্যাস, সোশ্যাল মিডিয়ায় নীতি পুলিশের কটাক্ষের বাণে একেবারে জর্জরিত অভিনেত্রী। কমেন্ট বক্স জুড়ে একটাই প্রশ্ন, কেন ডিভোর্স ঘোষণার পর সিঁদুর পরেছেন?
/indian-express-bangla/media/media_files/2025/08/11/520326911_1323619539773134_5996111839196147092_n-2025-08-11-17-01-38.jpg)
রাখি পূর্ণিমায় সিঁদুর-বিতর্ক
রাখি পূর্ণিমার দিন উজ্জ্বল লাল বর্ণের শাড়ির সঙ্গে ধবধবে সাদা ব্লাউজে অপরূপা সুস্মিতা। নিজের অফিসে পুজোর ভিডিও শেয়ার করেছেন। সেখানে সকলে তাঁর রূপ-ঠাকুর ভক্তির প্রশংসা করলেও সিঁদুর পরা নিয়ে ছেলেখেলা করছেন বলে অভিযোগ জানিয়েছেন নেটনাগরিকের একাংশ।
/indian-express-bangla/media/media_files/2025/08/11/526535703_1331415548993533_4132354788951295874_n-2025-08-11-17-01-38.jpg)
সোজাসাপটা সুস্মিতা
সোশ্যাল মিডিয়ার ট্রোল নিয়ে একদমই ভাবিত নন সুস্মিতা। কাজের প্রচণ্ড ব্যস্ততার মাঝে নেটনাগরিকদের মন্তব্য নিয়ে সময় নষ্ট করার কোনও ইচ্ছে নেই তাঁর।
/indian-express-bangla/media/media_files/2025/08/11/529227553_1338324771635944_5189467487110256575_n-2025-08-11-17-01-38.jpg)
অন্য রাখি!
প্রতিবার রাখিতে সায়ককে রাখি বাঁধেন সুস্মিতা। কিন্তু, এবার সেই চেনা ছবিটা আর দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায়। পুজো থেকে রাখিবন্ধন সেলিব্রেশন সবটাই করেছেন, শুধু কূটনি বউদির সঙ্গে নেই সায়ক!