/indian-express-bangla/media/media_files/2025/09/07/544742664_1304900247665212_8579625099900405682_n-1-2025-09-07-14-14-51.jpg)
চাঁচাছোলা স্বস্তিকা
/indian-express-bangla/media/media_files/2025/09/07/544819012_1304906837664553_4166349579339441449_n-2025-09-07-14-15-15.jpg)
৪৪ নট আউট
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় টলি ক্যুইন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয়ে মুগ্ধ ১৩ থেকে ৮৩। পর্দায় যেমন সাহসী চরিত্রে অভিনয়ে সাবলীল ঠিক তেমনই স্বস্তিকা স্পষ্টভাষী। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে আরও একবার ধরা পড়ল বয়স তাঁর কাছে শুধুমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয়। যাঁরা স্বস্তিকার পোশাক বা স্টাইল স্টেটমেন্ট নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তাঁদের যোগ্য জবাব দিলেন পর্দার 'বৃন্দা'।
/indian-express-bangla/media/media_files/2025/09/07/544742664_1304900247665212_8579625099900405682_n-1-2025-09-07-14-15-15.jpg)
নিন্দুকদের উদ্দেশে
স্বস্তিকা কখনই কোনও কিছু নিয়ে রাখঢাক করেন না। তাঁর কাছে স্পষ্ট কথায় কষ্ট নেই। হেঁয়ালি করে লিখেছেন, ওহ হো আমি তো এখন ৪৪! তবুও কত হট। নিন্দুকের উদ্দেশে বলেছেন, তাঁরা যেন ট্রোল করার জন্য তৈরি হয়ে যায়। না হলে ট্রোলাররা নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় হেরে যাবে।
/indian-express-bangla/media/media_files/2025/09/07/542711636_1304906784331225_2156477947134093913_n-1-2025-09-07-14-15-15.jpg)
কিছু ছাগল বক্তব্য...
একগুচ্ছ ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'যাই করি বা না করি কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে। জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। এই বয়েসেও লজ্জা হলো না। আরে মশাই যারা কচিতে নির্লজ্জ তাঁরা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে। ওইভাবেই ঘাটে যাবে। ফেসবুকে বুক নিয়ে কচকচানি করা পাবলিকদের জন্য লজ্জা পেতে যাবে বলুন তো? মহা ঝামেলা।
/indian-express-bangla/media/media_files/2025/09/07/544900731_1304900220998548_5182520097860957280_n-2025-09-07-14-15-15.jpg)
আমি আজকাল এদের...
স্বস্তিকা একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে ট্রোল বা কটাক্ষকে এখন মোটেই পাত্তা দেন না। এগুলি তাঁর কাছে শুধুমাত্র হাসির খোরাক। দর্শকের কাছে রূপোলি দুনিয়ার স্টাররা এন্টারটেনার। কিন্তু, স্বস্তিকা ট্রোলারদের কটাক্ষ করে বলেছেন, তিনি এঁদের কাছে ডাহা ফেল।
/indian-express-bangla/media/media_files/2025/09/07/543403695_1304900257665211_3899632603696067529_n-2025-09-07-14-15-15.jpg)
স্বস্তিকার ডায়েট
অভিনেত্রী লিখেছেন, 'আমার গোল গাল কমছে। তার জন্য ডায়েট, পরিশ্রম সবই চলছে। শনিবার সাতসকালে শরীর সচেতন জুস খেলাম। ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি।' তালিকায় রয়েছে কমলা, মৌরি মিছরির জল, কালে, হিমালয় থেকে আনা জড়িবুটির রস।
/indian-express-bangla/media/media_files/2025/09/07/544902389_1304900210998549_8380119940160531063_n-2025-09-07-14-15-15.jpg)
ফোকাসে কী?
ফেসবুকে নীতিপুলিশদের খোঁচা মেরে বলেছেন, 'এবার ফেসবুকের পুলিশ কাকু কাকিমাদের যদি বলি জুসে মনোযোগ দিতে। উহু মোটেই করবে না। ফোকাস অনলি অন ফেস এন্ড বুক।'