/indian-express-bangla/media/media_files/2025/08/20/cats-2025-08-20-15-43-29.jpg)
কে এই বঙ্গললনা?
/indian-express-bangla/media/media_files/2025/08/20/qwq-2025-08-20-15-43-59.jpg)
গলা দিয়ে রক্তগঙ্গা
গলা দিয়ে বইছে রক্তগঙ্গা, রক্তাক্ত শরীর! বাংলা সিরিয়াল বা বাঙালি ইউটিউবারদের যাঁরা ফলো করেন তাঁরা বুঝে গিয়েছেন ইনি কে। হ্যাঁ, অভিনেত্রী ও ইউটিউবার অনন্যা গুহ। কেন তাঁর এমন পরিণতি আর সেই বিভৎস ছবিও প্রকাশ্যে! ঘটনার নেপথ্যে কোন কারণ?
/indian-express-bangla/media/media_files/2025/08/20/add-2025-08-20-15-43-59.jpg)
অ্যাডভোকেট অচিন্ত আইচ ২
প্রথম পর্বের সাফ্যের পর শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। সেখানেই দ্যুচির চরিত্রে অভিনয় করছেন অনন্যা। হইচই-তে শুরু হওয়া নতুন সিরিজের কিছু ক্লিপিং নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/20/aswdwqdw-2025-08-20-15-43-59.jpg)
সিরিজের প্রচারে
নতুন সিরিজ স্ট্রিমিং হওয়ার পর প্রচার সারছেন অনন্যা। তাই পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে 'দ্যুতি' কিছু ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/08/20/qwqwewq-2025-08-20-15-43-59.jpg)
টেনিস খেলোয়ার অনন্যা
এই সিরিজে একজন টেনিস খেলোয়ারের ভূমিকায় দেখা যাচ্ছে অনন্যাকে। আইনজীবী অচিন্ত্য রায় দ্যুতির মৃত্যুরহস্য উদঘাটন করতে পারে কিনা সেটাই এই সিরিজেরসিজন ২-এর মূল আকর্ষণ।
/indian-express-bangla/media/media_files/2025/08/20/sad-2025-08-20-15-43-59.jpg)
১৭ বছরের নাবালিকা কেন খুন?
১৭ বছরের নাবালিকা দ্যুতি অর্থাৎ অনন্যাকে ধর্ষণ করে খুন। এই ঘটনায় রাখি ব্রাদার রণজয় দোষী নাকি অন্য কেউ? টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজের সম্প্রচার শুরু হয়েছে ১৫ অগাস্ট থেকে।