/indian-express-bangla/media/media_files/2025/08/18/179778829_4611188928908113_6551761878636899604_n-2025-08-18-17-45-32.jpg)
কৌশিকের মন খারাপ!
/indian-express-bangla/media/media_files/2025/08/18/505913319_24748978311369211_7551361991505186609_n-2025-08-18-17-46-02.jpg)
মায়ের স্মৃতিতে
ধূমকেতুর সাফল্যের মাঝেও গঙ্গোপাধ্যায় পরিবারে বিষাদের সুর। ২০২৪-এর ১৮ অগাস্ট মাকে হারিয়েছিলেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। মালায় সাজানো মায়ের ছবির সঙ্গে আবেগপ্রবণ পোস্টে মনের কথা শেয়ার করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/18/534352433_25327457363521300_1832473387759331034_n-2025-08-18-17-46-02.jpg)
মায়ের মৃত্যুবার্ষিকী
কৌশিক গঙ্গোপাধ্যায় মায়ের স্মৃতিতে লিখেছেন, ' ১ বছর আগে এই দিনেই মা চলে গিয়েছিলেন বাবার কাছে। বাৎসরিক মাতৃপূজা আমার দাদা করল আমাদের গড়িয়ার বাড়িতেই। এই অনুষ্ঠানের পর নাকি মর্তলোক থেকে স্বর্গলোকে মুক্তি পায় আত্মা! পুরোহিতমশাই তেমনটাই বললেন। শরীরে না থাকলে সে না-থাকার স্বর্গ-মর্তর কোনও ফারাক থাকে না পরিবারের কাছে। মায়ের ঘর, বিছানাটা খালি, সেটাই বারবার বলে দেয় মা চলে গেছেন অনন্তলোকে!'
/indian-express-bangla/media/media_files/2025/08/18/50750963_2518873644806329_724215860738129920_n-2025-08-18-17-46-02.jpg)
আত্মার শান্তিকামনা
মায়ের আত্মার চিরশান্তি কামনা করে কৌশিক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'যেখানেই গিয়েছেন যেন নিজের মনমতো ভাবে সুখে থাকেন। ওখানে ঠান্ডা পানীয় ফ্যান্টা, কোক ও আইসক্রিম যেন অবশ্যই পাওয়া যায় এটুকুই কামনা করি। নইলে হাজার প্রাপ্তিতেও মায়ের মন ওখানে বসবে না। আমাদের সবার প্রণাম নিও মা।'
/indian-express-bangla/media/media_files/2025/08/18/105936479_3676349555725393_2492706492898849129_n-2025-08-18-17-46-02.jpg)
পোষ্য বিয়োগের যন্ত্রণা
গত ৬ মার্চ সোশ্যাল মিডিয়ায় এইরকমই একটি মন খারাপ করা পোস্ট শেয়ার করেছিলেন কৌশিক। সেই দিনটা ছিল পোষ্যকে হারানোর চার বছর পূর্তি। সেদিন তিনি বলেছিলেন, 'চার বছর কেটে গিয়েছে। এই দিনে সাড়ে ১৩ বছরের জেট আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমি শহরে ছিলাম না। বেনারসে শুটিং করছিলাম। সকালেই শুটিং করার সময় ফোন পেয়েছিলাম ওর চলে যাওয়ার। মনে পড়ে না কবে ওরকম ছোটবেলার মতো কেঁদেছিলাম! বেনারসের একটা অতি সরু গলির লাগোয়া মন্দিরের সিঁড়িতে বসে ছিলাম হতবুদ্ধি হয়ে! পুরো ইউনিট গলির অন্য একটা বাঁকে চুপ করে অপেক্ষা করে থাকল। তারপর শেষ করলাম শুটিং।'
/indian-express-bangla/media/media_files/2025/06/23/dev-subhashree-dhumketu-2025-06-23-12-05-52.jpg)
ধূমকেতুর উত্তরোত্তর সাফল্য
১৪ অগাস্ট ধূমকেতু মুক্তির পর বাংলা ছবির দুনিয়ায় ইতিহাস সৃষ্টি করেছে 'দেশু'। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ও দেব-শুভশ্রী-রুদ্রনীল অভিনীত এই ছবি প্রতিদিন প্রতিনিয়ত তেহেলকা তৈরি করছে বক্স অফিসে। আর বাংলা ছবির সেই সাফল্য চেটেপুটে উপভোগ করছেন সিনেমার সঙ্গে যুক্ত প্রতিটি কলাকুশলী।