/indian-express-bangla/media/media_files/2025/09/16/kussum-2025-09-16-17-40-02.jpeg)
কুসুমের জীবনে ঝড়!
/indian-express-bangla/media/media_files/2025/09/16/sdfdsf-2025-09-16-17-43-23.jpeg)
বিয়ের নামে প্রহসন!
আয়ুষ্মানের নতুন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটের সময়ই বদলে গেল কুসুমের জীবন। এটি একটি বিশেষ বিজ্ঞাপনের শুট যেখানে দেখানো হবে বাঙালি বিয়ে যা মূলত ২০ টি দেশে লাইভ টেলিকাস্ট হবে। কুসুমের পাশে বরের সাজে বসার কথা তার হবু বর রাতুলের। কিন্তু হঠাৎই মীনাক্ষী ও দেবলীনার চক্রান্তে গল্পে এল নতুন মোড়।
/indian-express-bangla/media/media_files/2025/09/16/gvdfg-2025-09-16-17-43-24.jpeg)
বর বদল!
ওষুধ খাইয়ে শুটিং ফ্লোর থেকে কারসাজি করে অপহরণ করা হল রাতুলকে। অন্যদিকে, ব্র্যান্ডের সম্মান রক্ষার্থে নিরুপায় হয়ে বরের সাজে কুসুমের পাশে বসল আয়ুষ্মান। বাঙালি বিয়ের সব নিয়ম মেনেই সম্পন্ন হল কুসুম-আয়ুষ্মানের শুটিং-এর বিয়ে। তবে আয়ুষের জন্য এ নেহাত শুটিং হলেও গ্রামের সহজ সরল মেয়ে কুসুমের মনে নিয়ম আচার মেনে পালন করা বিয়েই হয়ে ওঠে প্রকৃত অর্থে বিয়ে।
/indian-express-bangla/media/media_files/2025/09/16/sdgf-2025-09-16-17-43-24.jpeg)
জীবনে নয়া মোড়
আয়ুষকেই মনে প্রাণে স্বামীর স্বীকৃতি দিতে শুরু করে কুসুম। যখন ইন্দ্রানী জানতে পারবে বিয়ের অ্যাড শুটের বর বদল পর্বের কথা তখন কী হবে? মন থেকে কুসুমকেই পুত্র বধূ হিসেবে কুসুমকে স্বীকার করবে?
/indian-express-bangla/media/media_files/2025/09/16/bdfgdf-2025-09-16-17-43-24.jpeg)
পরিচারিকা টু গৃহবধূ
গঙ্গোপাধ্যায় বাড়িতে কুসুম সামান্য একজন পরিচারিকা মাত্র। সেখানেই হবে নতুন সংসার? আয়ুষও কি কুসুমকে স্ত্রী- এর মর্যাদা দিতে পারবে কোনওদিন?
/indian-express-bangla/media/media_files/2025/09/16/dvdsfv-2025-09-16-17-43-24.jpeg)
জমজমাট মহাবিবাহ সপ্তাহ
কুসুম-আয়ূষের জীবনে আসন্ন ঝড়ের পূর্বাভাসের জার্নি শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। কুসুম ধারাবাহিকে এই জমজমাট মহাবিবাহ পর্বের সম্প্রচার হবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us