/indian-express-bangla/media/media_files/2025/10/17/parineeta-2025-10-17-16-04-30.jpeg)
জমজমাট পর্বের ঝলক
/indian-express-bangla/media/media_files/2025/10/17/kjhkj-2025-10-17-16-05-25.jpeg)
উৎসবের উল্লাসে
শারদীয়ার পর মা লক্ষ্মীর আরাধনা, এবার দীপাবলির আনন্দে মাতবে স্টুডিওপাড়া। এক ছাদের নীচে জি বাংলা ধারাবাহিকের কলাকুশলীরা। দীপাবলির আগেই আলোর উৎসবে এক ছাদের নীচে বেশ কয়েকটি মেগার প্রিয় নায়ক-নায়িকারা। দর্শকের মনোরঞ্জনের জন্য কী কী আয়োজন করা হয়েছে সেই অপেক্ষায় বাংলা মেগার দর্শক।
/indian-express-bangla/media/media_files/2025/10/17/efwerf-2025-10-17-16-05-25.jpeg)
বসু বাড়িতে আলোর উৎসব
বসু বাড়িতে দীপাবলির জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে সকলকে নিমন্ত্রন জানাচ্ছে পারুল। রায়ান-পরিণীতার সঙ্গে এই উৎসবে সামিল হচ্ছে অন্য ধারাবাহিকের মূল চরিত্ররা। দীপাবলির আগে টেলিভিশনের পর্দায় প্রিয় সেলেবদের সেলিব্রেশন দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।
/indian-express-bangla/media/media_files/2025/10/17/drgergr-2025-10-17-16-05-25.jpeg)
সম্প্রচারের দিনক্ষণ
১৯ অক্টোবর, রবিবার সম্প্রচারিত হবে এক ঘন্টার ধামাকাদার পর্ব। সেখানেই খোলসা হবে বাংলা সিরিয়ালের দর্শকের মনোরঞ্জনের জন্য জন্য কী কী আয়োজন করা হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/17/fghrthtr-2025-10-17-16-05-25.jpeg)
রঙিন সন্ধ্যা
আলোর উৎসবের আগে আনন্দে ভরপুর সন্ধ্যাটা আরও উজ্জ্বল হবে অঙ্কিতা, শোভন ও কুশল-এর মন ছুঁয়ে যাওয়া সুরে মুগ্ধকর নৃত্য পরিবেশন ও হাস্যরসাত্মক খেলায় জমে যাবে রবিবারের সন্ধ্যা। এছাড়াও থাকবে আনন্দে ভরপুর নানা মুহূর্ত ও আকর্ষণীয় পারফরম্যান্স। প্রত্যেকের উপস্থিতি এই উৎসবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/17/ergfertfer-2025-10-17-16-05-25.jpeg)
আনন্দের মাঝে...
কিন্তু এই আনন্দঘন মুহূর্তের মধ্যেই হঠাৎ নেমে আসে চরম অরাজকতা। একটি ডাকাতদল ঝড়ের বেগে ঢুকে পড়ে বাড়িতে। আর সেই দলে রয়েছে এমন একজন ব্যক্তি যার সম্পর্ক পারুলের আসল মায়ের অন্ধ্রপ্রদেশের দুষ্কৃতি গ্যাংয়ের সঙ্গে। এই অপ্রত্যাশিত ঘটনার মোড় কি অবশেষে পারুলকে তার মায়ের সত্যের মুখোমুখি করে দেবে?