/indian-express-bangla/media/media_files/2025/10/07/cats-2025-10-07-11-39-26.jpg)
ভারতীর মন কি বাত
/indian-express-bangla/media/media_files/2025/08/04/bharti-2025-08-04-12-43-55.jpg)
দ্বিতীয় সন্তানের অপেক্ষায়
জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালিকা ভারতী সিং বহুবার অকপটে বলেছেন তিনি ছোট্ট গোলা ওরফে লক্ষ্যর পর একটি কন্যা সন্তান চান। অবশেষে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছেপূরণের পথে এই জনপ্রিয় কমেডিয়ান। তবে কন্যা সন্তানের মা হতে পারবেন কিনা সেটা তো সময় বলবে।
/indian-express-bangla/media/media_files/2025/02/08/7zSEjFhyLZzIOkxVK4qe.jpg)
বোঝার আগেই...
সম্প্রতি Pinkvilla-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতী জানান, প্রায় আড়াই মাস পর জানতে পারেন যে তিনি গর্ভবতী। নিজস্ব ওজনের কারণেই তা বুঝতে পারেননি। মজার ছলে তিনি বলেন, 'যখন আমি গর্ভবতী হই দু'দেড় মাস পর্যন্ত কিছু বুঝতেই পারিনি। মোটা মানুষদের তো বোঝাই যায় না! আমি খাচ্ছি, শুট করছি, দৌড়াচ্ছি, Dance Deewane-এ নাচছি। কিছুই উপলব্ধি করতে পারিনি। তারপর একদিন হঠাৎ মনে হল, একবার টেস্ট করে দেখি। করার পর কিট রেখে বাইরে চলে যাই। পরে ফিরে এসে দেখি পজেটিভ! তখনই হর্ষকে বললাম। এটা আমাদের জন্য দারুণ সারপ্রাইজ। কোনও পরিকল্পনা ছাড়াও আমাদের জীবনে নতুন সদস্য আসছে।
/indian-express-bangla/media/media_files/2025/02/13/Z8YsXumDtHIq1raCSFri.jpg)
বেবি বাম্প আগলে...
ইনস্টা হ্যান্ডেলে দ্বিতীয় গর্ভাবস্থার প্রথম ঝলক শেয়ার করেন সেলেব দম্পতি। ৪২ বছরে দ্বিতীয়বার মা হতে চলেছেন ভারতী সিং। লেখক-প্রযোজক হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বেবি বাম্পের ছবি শেয়ার করে ইনস্টাগ্রাম যৌথভাবে সুখবর ভাগ করে নিয়েছেন সেলেব দম্পতি। পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে ভারতী ও হর্ষ। স্বামীর বাহুলগ্না হবু মা আর ভারতীর বেবি বাম্প আগলে হর্ষ। আদুরে মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, 'আমরা আরও একবার গর্ভবতী'।
/indian-express-bangla/media/media_files/2025/10/09/sdwqs-2025-10-09-16-51-23.jpg)
ভারতীর ইচ্ছেপূরণ
সাম্প্রতিক অতীতে ইউটিউব ভ্লগে এক ভক্ত ভারতীকে জিজ্ঞেস করেছিলেন তিনি গর্ভবতী? তিনি লজ্জায় হেসে উত্তর দিয়েছিলেন 'না'। সেই সঙ্গে অবশ্য বলেছিলেন ২০২৫ সালে তিনি মা হতে চান। কারণ তাঁর ছেলে গোলা (লক্ষ্য) তখন তিন বছরের হবে। তাঁর কথায়, 'অরে না না, একদমই গর্ভবতী নই। আমি ২০২৫ সালে মা হতে চাই। গোলার তখন তিন বছর বয়স হয়ে যাবে, ওটাই পারফেক্ট সময়। আপনি প্রার্থনা করুন যেন আর একটা ছেলে বা মেয়ে হয়।' ২০২৫-এ সেই স্বপ্নপূরণের পালা।
/indian-express-bangla/media/media_files/2025/10/09/wswqe-2025-10-09-16-51-23.jpg)
কন্যা সন্তানের জন্য...
আরও এক পডকাস্টে ভারতী তাঁর দ্বিতীয় সন্তানের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ২০২৫ সালেই তিনি তাঁর দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে চান এবং সেই জন্য পুরীর জগন্নাথদেবের কাছে প্রার্থনাও করেছেন। ভারতীর ইচ্ছে এবার যেন তাঁর কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। অকপট স্বীকারোক্তি, 'আমার এখনও মনে হচ্ছে এই বছরটা আমরা পরিকল্পনা করতে পারি। আমি এখনও গর্ভবতী নই, কিন্তু মনে হচ্ছে হওয়া উচিত। শুধু ভাবি, আমরা আমাদের নতুন সন্তানকে আগের মতোই ভালোবাসতে পারব?'