/indian-express-bangla/media/media_files/2025/10/30/adwerwe-2025-10-30-15-05-15.jpg)
কে এই অভিনেত্রী?
/indian-express-bangla/media/media_files/2025/10/30/face-2025-10-30-15-05-42.jpg)
মহাকালীর প্রথম ঝলক
খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা প্রশান্ত বর্মা বৃহস্পতিবার তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার মুভি 'মহাকালী'-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন। যা দেখে চক্ষু ছানাবড়া নেটনাগরিকের। কন্নড় অভিনেত্রী ভূমি শেট্টির চরিত্রের নাম 'মহা'। তাঁর চরিত্রের 'ভয়ংকর' রূপের ঝলক দেখলে শিউরে উঠবেন। অগ্নিময় লাল ও সোনালি আভায় মোড়া মহার মুখ। তাঁর তীব্র দৃষ্টি ও ঐশ্বরিক আভা যেন একই সঙ্গে ক্রোধ ও করুণার প্রতীক। যা মহাকালীর দুটি দিককেই প্রকাশ করছে। সোনার ঐতিহ্যবাহী অলংকারে সুসজ্জিত তাঁর এই রূপ ধ্বংস, পুনর্জন্ম ও বিশ্বসমতার প্রতীক। ভূমির চরিত্রের ফার্স্ট লুক মুক্তির পরই আলোড়ন সৃষ্টি করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/adeqweqw-2025-10-30-15-05-42.jpg)
অক্ষয়-ভূমির যুগলবন্দি
২০২৪ সালে হনুমান ছবিটি তৈরি করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন পরিচালক প্রশান্ত বর্মা। এবার মহাকালী-র প্রথম ঝলকেই ছক্কা হাঁকালেন। এই তেলুগু ছবিতে রয়েছে বলিউড যোগ। অভিনেতা অক্ষয় খান্নাকে দেখা যাবে ‘অসুরগুরু শুক্রাচার্য’-এর ভূমিকায়। উল্লেখ্য, এটি অক্ষয়ের প্রথম তেলুগু সিনেমা।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/adwqewq-2025-10-30-15-05-42.jpg)
ভূমি শেঠির প্রজেক্ট
অভিনয় কেরিয়ারে ভূমি শেট্টি ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সর্বশেষ দেখা গিয়েছে থ্রিলার ঘরানার মুভি কিংডম-এ। দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে কাজ করেছিলেন ভূমি। তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে Sharathulu Varthisthai, Vasanthi সহ আরও কয়েকটি ছবি।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/asdawdqw-2025-10-30-15-05-42.jpg)
শুটিংয়ের খুটিনাটি
ছবির প্রায় ৫০ শতাংশ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। হায়দরাবাদের এক বিশাল সেট তৈরি করে চলছে মহাকীলর শুটিং। মহা-র মতো সাহসী ও চ্যালেঞ্জিং চরিত্রের জন্য নির্মাতারা ভূমির উপর ভরসা রেখেছেন। নামজাদা তারকা না থাকলেও মোটা বাজেটের ছবি মহাকালী। সূত্রের খবর, শুরুর দিকে একাধিক জনপ্রিয় অভিনেত্রীর নাম নিয়ে চর্চা হলেও অবশেষে প্রশান্ত নিজের সিদ্ধানেই অনড় থাকেন। ভূমির মতো নবাগতাকেই মহা-র চরিত্রের জন্য চূড়ান্ত করেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/swqs-2025-10-30-15-05-42.jpg)
ভূমির সঙ্গে পরিচয় পর্ব
সিনেমার প্রথম ঝলক শেয়ার করে প্রশান্ত বর্মা লিখেছেন, 'সৃষ্টির মহাজাগতিক গর্ভ থেকে জেগে উঠছে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সুপারহিরো! পরিচয় করিয়ে দিচ্ছি 'মহা'রূপে ভূমি শেঠিকে!' দেবশক্তির প্রতীকী আভা ও তীব্র দৃষ্টিভঙ্গি যা চরিত্রের শক্তি ও মহিমাকে আরও উজ্জ্বল করেছে। সোশ্যাল মিডিয়ায় নেটনাগরিকদের উত্তেজনা একেবারে চোখে পড়ার মতো।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/wdqweqw-2025-10-30-15-05-42.jpg)
কে এই ভূমি শেট্টি?
ভূমি শেট্টির বাড়ি কর্ণাটকের কুন্দাপুরায়। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ভূমি তাঁর অভিনয় জীবন শুরু করেন কন্নড় টেলিভিশন ধারাবাহিক Kinnari-এর মাধ্যমে। পরে তেলুগু ধারাবাহিক Ninne Pelladatha-তে অভিনয় করেন যা তাঁকে জনপ্রিয়তা অর্জনে সাহায্য করে। ২০১৯ সালে তিনি Bigg Boss Kannada সিজন ৭-এ অংশ নেওয়ার পর দর্শকমহলে জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। বড়পর্দায় অভিষেক ২০২১ সালের কন্নড় কমেডি Ikkat দিয়ে যা অ্যামাজন প্রাইম ভিডিওতে দারুণ জনপ্রিয় হয়। এরপর তিনি Sharathulu Varthisthai ও Kingdom-এর মতো ছবিতে অভিনয় করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us