/indian-express-bangla/media/media_files/2025/08/23/536628004_1293867425423218_2658692493853541961_n-1-2025-08-23-15-51-12.jpg)
নিকহা সম্পন্ন
/indian-express-bangla/media/media_files/2025/08/23/536268021_1293867242089903_5845746153010690034_n-1-2025-08-23-15-51-40.jpg)
দাম্পত্যের শুভ সূচনা
বৈবাহিকবন্ধনে বাঁধা পড়লেন বিগ বস ১২-এর প্রতিযোগী সাবা খান। রাজস্থানের যোধপুরে বসেছিল রূপকথার বিয়ের আসর। ব্যবসায়ী ওয়াসিম নবাবের সঙ্গে নিকা সারলেন সাবা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্বদের নিয়ে প্রাইভেট সেরিমণিতেই চার হাত এক করে নতুন জীবন শুরু করলেন। সোশ্যাল মিডিয়ায় জীবনের সেই বিশেষ মুহূর্ত শেয়ার করলেন ন্যয়ি নভেলি দুলহন।
/indian-express-bangla/media/media_files/2025/08/23/536272825_1293867335423227_737718381709775041_n-2025-08-23-15-51-40.jpg)
আবেগপ্রবণ সাবা
বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, যতক্ষণ না হৃদয় প্রস্তুত হয় কিছু আশীর্বাদ নিঃশব্দে গ্রহণ করতে হয়। আজ সকলের আশীর্বাদ ও আত্মবিশ্বাসের আমি আমার নিকাহ সম্পন্ন করছি। যাকে আপনারা বিগ বস-এ সমর্থন করেছেন, ভালবেসেছেন, সেই মেয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখছে। এই পবিত্র যাত্রায় আপনাদের আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করছি।'
/indian-express-bangla/media/media_files/2025/08/23/536278274_1293867472089880_3101324647330255709_n-1-2025-08-23-15-51-40.jpg)
ভক্তের ভালবাসা
সাবার ছবিতে ভালবাসা-শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এক নেটিজেন লিখেছেন, 'মাশআল্লাহ! আল্লাহ আপনাদের দু’জনকে সর্বদা সুখী রাখুন ও আশীর্বাদ করুন।' অপর এক ব্যক্তি লিখেছেন, 'দু’জনকেই অভিনন্দন, খুব সুন্দর লাগছে।'
/indian-express-bangla/media/media_files/2025/08/23/536274965_1293867378756556_3663390333111642889_n-2025-08-23-15-51-40.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/23/536268004_1293867385423222_3855769152475256970_n-2025-08-23-15-53-56.jpg)
ওয়াসিম নবাব কে?
ওয়াসিম নবাব যোধপুরের নবাব পরিবারের পুত্র। অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন তাঁর বোন সোমি খানও। যিনি চলতি বছরের গোড়াতেই আদিল খানের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। সাবার শেয়ার করা ছবিতে দেখা মিলেছে আদিলেরও।
/indian-express-bangla/media/media_files/2025/08/23/536278310_1293867255423235_3318876341448099555_n-2025-08-23-15-51-40.jpg)
সাবেক সাজে সাবা
উজ্জ্বল লাল রঙের ঐতিহ্যবাহী পোশাকে কনের সাজে সাবা এবং সোনালি শেরওয়ানি ও মেরুন পাগড়ি পরে বরবেশে ওয়াসিম। দু’জনকে হাসিমুখে বিয়ের চুক্তিপত্রে স্বাক্ষর করছেন। আত্মীয়স্বজনের সঙ্গে জমিয়ে নাচার পাশাপাশি রোম্যান্টিক পোজে লেন্সবন্দি হয়েছেন নবদম্পতি।