/indian-express-bangla/media/media_files/2025/08/15/cats-2025-08-15-18-16-43.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/12/independence-day-5-2025-08-12-18-14-25.jpg)
স্বাধীনতাদিবসে জন্ম
১৫ আগস্ট শুধু আমাদের স্বাধীনতা দিবস নয়, একই সঙ্গে সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন। পরিচালনা, অভিনয়, সংগীতের দুনিয়ায় তাঁদের বিশেষ অবদানের জন্য স্বাধীনতা দিবসে যে সেলেবদের জন্মদিন স্মরণীয় একনজরে দেখে নিন তালিকা।
/indian-express-bangla/media/media_files/2025/04/26/mb1Kugsnm8VO5fXjHJIS.jpg)
রাখি গুলজার
রানাঘাটের মেয়ে রাখি গুলজার। প্রতিভার জেরে আজ তিনি ইন্ডাস্ট্রির এক সফল অভিনেত্রী। টলিউড থেকে বলিউডে সুনাম অর্জন করেছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত আমার বস-এ ১৪ বছর পর বাংলা ছবিতে গ্র্যান্ড কামব্যাক রাখির। ১৫ অগাস্ট তাঁর জন্মদিন অবশ্যই সিনেপ্রেমী থেকে সাধারণ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
/indian-express-bangla/media/media_files/2025/08/15/cats-2025-08-15-18-19-58.jpg)
আদনান সামী
জন্মভূমি পাকিস্তান, কিন্তু বর্তমানে তিনি ভারতের নাগরিক। সংগীতের দুনিয়ায় রয়েছে তাঁর অসামান্য অবদান। তিনি নান আদার দ্যান আদনান 'তেরা চেহারা' খ্যাত গায়ক আদনান সামী। ১৫ অগাস্ট ভক্তের শুভেচ্ছায় ভাসেন এই সংগীতশিল্পী।
/indian-express-bangla/media/media_files/2025/08/15/jgkjkj-2025-08-15-18-21-37.jpg)
অয়ন মুখোপাধ্যায়
স্বাধীনতা দিবসে জন্ম এমন সেলেবের তালিকায় রয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। বঙ্গসন্তান, কিন্তু স্থায়ী বাসস্থান মুম্বই। ওয়েক আপ সিড, ব্রাহ্মাস্থ পার্ট ওয়ানের মতো হিট ছবি উপহার দিয়েছেন। তাই সিনেপ্রেমীরা ১৫ অগাস্ট তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
/indian-express-bangla/media/media_files/2025/04/06/otKv0WgZ0HVQJXuQ1ZBE.jpg)
দর্শনা বণিক
বলিউডের পাশাপাশি স্বাধীনতাদিবসে জন্মদিন এক বঙ্গললনার। তিনি টলি অভিনেত্রী দর্শনা বনিক। এছাড়াও এই দিনে জন্মগ্রহণ করেছেন ডিম্পল কাপাডিয়ার বোন সিম্পল কাপাডিয়া ও রাজু শ্রেষ্ঠা বা মাস্টার রাজু যিনি শিশুশিল্পী হিসেবে সকলের কাছে বিশেষ পরিচিত।