/indian-express-bangla/media/media_files/2024/11/28/hCl56daxfosdalENN6Ji.jpg)
ফিরে দেখা জুটির কেরিয়ার
/indian-express-bangla/media/media_files/2025/10/19/501801961_18461025568073132_5647092705934718000_n-2025-10-19-18-25-40.jpg)
কেরিয়ারে বিগ ব্রেক
বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় দুজনেই বহুদিন অভিনয় জগৎ-এর সঙ্গে যুক্ত। কিন্তু, বক্স অফিস কাঁপানো ছবি দর্শককে সেভাবে উপহার দিতে পারেননি। কিন্তু, ২০২৫-এ উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছত্রছায়ায় কেরিয়ারে বিগ ব্রেক পেলেন বনি সেনগুপ্ত। সৌজন্যে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। এর আগে শিবপ্রসাদ-নন্দিতার 'বহুরূপী' কৌশানীর কেরিয়ারের মোড় ঘোরানো একটি ছবি।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/529130299_18472840675073132_8729853484866737879_n-2025-10-19-18-25-40.jpg)
বনি-কৌশানীর ফ্লপ মুভি
কেরিয়ারের শুরু থেকেই একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। কিন্তু, কোনও ছবিই বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। কেরিয়ারের গ্রাফ যখন ঊর্ধমুখী তখন একবার পিছন ফিরে এক নজরে দেখে নেওয়া যাক এই জুটির ফ্লপ ছবি কোনগুলি।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/555075629_18481263424073132_6134588309081721007_n-2025-10-19-18-25-40.jpg)
পারব না আমি ছাড়তে তোকে
পারব না আমি ছাড়তে তোকে, বনি-কৌশানী জুটির জন্য সিনেমার এই নামকরণ একেবারে পারফেক্ট ম্যাচ। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। কিন্তু, দর্শকের মনে সেভাবে দাগ কাটতে পারেনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/556804022_18481681666073132_3711065414183419021_n-2025-10-19-18-25-40.jpg)
গার্লফ্রেন্ড
বনি-কৌশানী জুটির আরও একটি ছবি গার্লফ্রেন্ড। রাজা চন্দ পরিচালিত এই ছবিতে বনি-কৌশানীর অন স্ক্রিন রোম্যান্স দর্শক পছন্দ করলেও মনে বিশেষ কোনও ছাপ ফেলতে পারেনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/558433455_18481511743073132_2064993930034426838_n-2025-10-19-18-25-40.jpg)
তুমি আসবে বলে
২০২১ সালে সুজিত মন্ডলের নির্দেশনায় মুক্তি পেয়েছিল তুমি আসবে বলে। রিয়েল টু রিল, বনি-কৌশানী জুটির রসায়ন দর্শক উপভোগ করে। কিন্তু, মনের ভিতর কোনও গভীর প্রভাব ফেলতে পারেনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/559955544_18483023302073132_8849095190751127833_n-2025-10-19-18-25-40.jpg)
জুটির অন্য ছবি
বাস্তবে বনি-কৌশানীর জুটির রোম্যান্স অনুরাগীরা ভীষণ পছন্দ করেন। রিয়েল লাইফ কেমেস্ট্রি একেবারে জমে ক্ষীর। কিন্তু, সিনেমার পর্দায় সেই মাখমাখ প্রেম জুটির জনপ্রিয়তাকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারেনি। তোমাকে চাই, সব করো প্রেম করো না, অন্তর্জাল-এর মতো বহু ছবিতে কাজ করলেও সেই অর্থে সাফল্য আসেনি।