/indian-express-bangla/media/media_files/2025/11/04/cc-2025-11-04-16-59-26.jpg)
আশার আলো...
/indian-express-bangla/media/media_files/2025/11/04/wdwqewq-2025-11-04-16-59-53.jpg)
স্বস্তিতে সেলিনা
অভিনেত্রী সেলিনা জেটলির জন্য স্বস্তির খবর। দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে (ইউএই) আটক থাকা তাঁর ভাই অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত কুমার জেটলির জন্য কার্যকর আইনি সহায়তা নিশ্চিত করা হয়। বিক্রান্ত ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ইউএই-তে একটি তথাকথিত জাতীয় নিরাপত্তা মামলায় আটক রয়েছেন। আদালত আরও জানিয়েছে, যেহেতু সেলিনা তাঁর একমাত্র জীবিত নিকট আত্মীয় তাই ভারতীয় কর্তৃপক্ষ যেন তাঁর সঙ্গে বিক্রান্তের যোগাযোগ স্থাপনের চেষ্টা করে।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/celina-jaitley-2-2025-11-04-17-02-03.jpg)
সেলিনার পোস্ট
এই রায়ে সন্তোষ প্রকাশ করে সেলিনা ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন, যেখানে তিনি এই এক বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আদালতের নির্দেশনাকে তিনি আশার আলো বলে আখ্যা দিয়েছেন। অভিনেত্রীর কথায়, '১৪ মাসের কঠিন সংগ্রামের পর অবশেষে অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর দেখা পেলাম।' বিক্রান্তের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে সেলিনা জানান, আদালত ইউএই-এর সঙ্গে সমন্বয় রক্ষার জন্য একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/celina-jaitley-759-2025-11-04-17-02-03.jpg)
সেলিনার সরকারে আস্থা
সেলিনা ভাইকে স্যালুট করে লিখেছেন, 'তুমি আমাদের জন্য লড়েছো ভাই। এবার আমাদের পালা তোমার পাশে দাঁড়ানোর।' আরও যোগ করেন, 'এক বছর ধরে তোমার জন্য দিনরাত চিন্তা করে চলেছি। এখন আমার সরকারের প্রতি একটাই প্রার্থনা তারা যেন তোমার জন্য লড়াই চালিয়ে তোমাকে নিরাপদে ফিরিয়ে আনে। আমার সরকার যার প্রতি আমি অগাধ আস্থা রাখি তা হল ভারতের সরকার। আমি জানি তারা নিশ্চয়ই আমাদের চতুর্থ প্রজন্মের এই সেনা নায়ককে রক্ষা করবে যিনি তাঁর জীবন, যৌবন সব কিছু দেশের সেবায় উৎসর্গ করেছেন।'
/indian-express-bangla/media/media_files/2025/11/04/celina-jaitly-2025-11-04-17-02-03.jpg)
সেলিনার সংযোজন
তিনি আরও লিখেছেন, 'বিদেশে অবস্থানরত ভারতীয় সৈন্যরা অজানা কারণে ক্রমাগতভাবে টার্গেট হচ্ছেন। আমি প্রার্থনা করি, আমাদের সরকার যেন তাঁদের সুরক্ষা ও সাহায্যের জন্য এগিয়ে আসে। আমি আমার ভাইয়ের পাশে আছি এবং ঈশ্বর আমাদের যে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছেন তার সঙ্গে দৃঢ়ভাবে মোকাবিলা করব।'
/indian-express-bangla/media/media_files/2025/11/04/m_id_128481_celina_jaithley-2025-11-04-17-02-03.jpg)
মামলার পরবর্তী শুনানি
২০২৪ সালের ৬ সেপ্টেম্বর ইউএই-তে অবৈধভাবে অপহরণ ও আটক করা হয়েছে। সেই সময় থেকে তিনি তাঁর ভাইয়ের কোনও তথ্যই পাননি। এমনকি তাঁর শারীরিক অবস্থা বা আইনি অবস্থার খবরও না। দিল্লি হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি আগামী ৬ ডিসেম্বর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us