/indian-express-bangla/media/media_files/2025/11/03/sdferwrerwew-2025-11-03-18-31-05.jpg)
কবে বিয়ের পিঁড়িতে?
/indian-express-bangla/media/media_files/2025/11/03/werwerwe-2025-11-03-18-31-56.jpg)
খুশির জোয়ারে স্মৃতি
ভারতের প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ জয়ের আনন্দে গর্বিত গোটা ভারত। মহিলা বিশ্বকাপ জয়ের আনন্দে আবেগে ভাসছেন স্মৃতি মন্ধানা। স্মৃতির জীবনে এখন খুশি ডবল ডোজ। ক্রিকেটের ময়দানে ২২ গজে তেহেলকা তৈরির পরই জীবনের নতুন জার্নি শুরু করতে চলেছেন স্মৃতি। টাইমস এন্টারটেইনমেন্ট-এর রিপোর্ট অনুযায়ী, আগামী নভেম্বরেই গাঁটছড়া বাঁধছেন প্রেমিক যুগল। চলতি বছরের চর্চিত বিষয়গুলোর মধ্যে পলাশ-স্মৃতির বিয়ের জল্পনা এখন হট কেক। প্রেমের টানে আরও একবার ভালবাসার বন্ধনে বাঁধা পড়তে চলেছে বিনোদন আর খেলার দুনিয়া। ইতিমধ্যেই ক্রিকেট ও সংগীত দুই জগতের ভক্তরাই উত্তেজিত।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/palash-2025-11-03-18-31-56.jpg)
স্মৃতি-পলাশের জীবনে সুখবর
মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেই আরও এক সুখবর। টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা জীবনের আরেকটি বিশেষ অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জনপ্রিয় সংগীত পরিচালক পালাশ মুচ্ছলের সঙ্গে নভেম্বরেই গাঁটছড়া বাঁধছেন স্মৃতি।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/qwqerqre-2025-11-03-18-31-56.jpg)
স্মৃতি-পলাশের বিয়ের দিনক্ষণ
মিডিয়া রিপোর্ট মোতাবেক, ২০ নভেম্বর স্মৃতির জন্মভূমি মহারাষ্ট্রের সাংলিতে শুরু হচ্ছে প্রাক বিবাহ অনুষ্ঠান। ২০১৯ সালে শুরু হয় পলাশ-স্মৃতির প্রেমের জার্নি। ভালবাসার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সম্পর্কে সিলমোহর দিয়েছেন সেলেব কাপল। জানা গেছে, দুই পরিবারের পক্ষ থেকেই ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের নিয়ে একটি ঘরোয়া কিন্তু জমকালো অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। উপস্থিত থাকবেন ক্রিকেট ও চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/wqeqw-2025-11-03-18-33-33.jpg)
আবেগপ্রবণ পলাশ
ভারতের বিশ্বকাপ জয়ের পর পালাশ সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট শেয়ার করেন যেখানে তাঁর হাতে বিশ্বকাপ ট্রফি আর সামনে হাসছেন স্মৃতি। পোস্টের মাধ্যমে টিম ইন্ডিয়ার জয় উদযাপন করেছেন। পালাশের হাতে নাকি রয়েছে একটি ট্যাটু যেখানে রয়েছে স্মৃতির নামের আদ্যক্ষর ও তাঁর জার্সি নম্বর ‘১৮’। এটি তাঁর ভালোবাসার নিদর্শন। বিশ্বকাপ ফাইনালের দিনও তাঁকে মাঠে উপস্থিত থেকে স্মৃতিকে উৎসাহ দিতে দেখা গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/smriti-mandhana-3-2025-11-02-19-44-41.jpg)
বিয়ের গুঞ্জন
বিয়ের জল্পনা উসকে সম্প্রতি মজার ছলে পলাশ বলেছেন, শীঘ্রই ইন্দোরের বউ হতে চলেছেন স্মৃতি। ভক্তদের মধ্যে এই বিয়ে ঘিরে প্রবল উচ্ছ্বাস। তাঁরা বিয়ের বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী তবে পালাশ এখনই কিছু প্রকাশ্যে আনতে নারাজ। স্মৃতির নিজের শহরেই শুরু হবে উদযাপন। জানা যাচ্ছে, পলাশ ও স্মৃতির পরিবার দুতরফেই জমকালো বিয়ের আয়োজনের প্রস্তুতি শুরু করবে। যেখানে সংগীত ও ক্রিকেটের জগত হবে মিলেমিশে একাকার।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/cats-2025-11-03-18-35-16.jpg)
হবু ননদের ইঙ্গিত
ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটারের সঙ্গে এক প্রতিভাবান সুরকারের মিলন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত জুটির অনুগামীরা। পলাশের বোন পলক মুছলও বিয়ের ইঙ্গিত দিয়েছেন। যদিও তিনি কোনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আনেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতির প্রশংসায় পঞ্চমুখ পলক। তিনি বলেন, 'যে সম্পর্কগুলোর সঙ্গে সবচেয়ে বেশি আবেগে জড়িয়ে তার মধ্যে একটি হল স্মৃতির সঙ্গে আমার সম্পর্ক। ও খুব ভাল মানুষ। আমরা দু'জন খুব ঘনিষ্ঠ। ওঁর জন্য আমি গর্বিত, একজন মানুষ একজন নারী এবং একজন শিল্পী হিসেবে। খুব অল্প সময়ে অনেক কিছু অর্জন করেছে। পরিবারকে ভালবাসে আর সম্পর্ককে খুব গুরুত্ব দেয়।' পলক আরও জানান, 'স্মৃতি সংগীতপ্রেমীও ও গান ভীষণ ভালোবাসে। ও প্রায়ই আমার কাছে গান শোনার অনুরোধ করে'।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us