/indian-express-bangla/media/media_files/2025/09/10/asdsd-2025-09-10-17-02-55.jpg)
জন্মদিন সেলিব্রেশন
/indian-express-bangla/media/media_files/2024/11/01/MGDZ52hD9BofkfmRybga.jpg)
দুয়ার প্রথম জন্মদিন
দেখতে দেখতে এক বছরে পা দীপিকা পাডুকোন এবং রণবীর সিংয়ের মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের। মেয়ের প্রথম জন্মদিন বলে কথা, বিশেষ আনন্দ আয়োজন তো হবেই। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের এক ঝলক শেয়ার করলেন তারকা মম দীপিকা পাডুকোন।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/asdasdas-2025-09-10-17-03-11.jpg)
মেয়ের জন্য বিশেষ উপহার
দুয়ার জন্মের পর মায়ের দায়িত্বে কোনও ফাঁক রাখতে চান না। শিফট নিয়েও খুব সচেতন হয়ে গিয়েছেন নিউলি মাম্মি দীপিকা পাডুকোন। মেয়ের প্রথম জন্মদিনে নিজের হাতে চকোলেট কেক বানালেন বলিউডের মস্তানি। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
/indian-express-bangla/media/media_files/Nkj8nY1P91owakx1sh4X.jpg)
'লেট আপলোড'
আজকাল সোশ্যাল মিডিয়ায় 'লেট আপলোড' শব্দটি হামেশাই চোখে পড়ে। কোনও ছবি পোস্ট করতে দেরি হলেই ক্যাপশনে দেখা যায় এই শব্দ দুটি। দীপিকাও মেয়ের জন্মদিনের দু'দিন পর সোশ্যাল মিডিয়ায় কেকের ছবি পোস্ট করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/03/10/lYxWpsUyoWfOB05czVR4.jpg)
মায়ের স্নেহ
মেয়ের জন্য শখ করে কেক বানিয়েছেন দীপিকা। ফুল দিয়ে সাজানো টেবিলে এক টুকরো কাটা কেকের মাঝে একটি জ্বলন্ত মোমবাতি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'আমার ভালোবাসার ভাষাটা কী জানেন? আমার মেয়ের প্রথম জন্মদিনের জন্য কেক তৈরি করা।'
/indian-express-bangla/media/media_files/2025/05/08/bsxvfURwHBUOrnzsiVls.jpg)
ভক্তের ভালবাসা
দুয়ার মুখ এখনও আড়ালেই রেখেছেন দীপবীর। যদিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেয়ের মুখের ছবি ছড়িয়ে পড়ে। ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন তারকা দম্পতি। দুয়ার জন্মদিনেও অনুরাগীরা ছোট্ট সোনার মুখ প্রকাশ্যে আনার আবাদর করেছেন। সেই সঙ্গে অভিনেত্রীর পোস্টে দুয়াকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ ও ভক্তরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us