/indian-express-bangla/media/media_files/2025/09/06/sdsd-2025-09-06-15-27-01.jpg)
মালদায় টিম রঘু ডাকাত
/indian-express-bangla/media/media_files/2025/09/06/jghjh-2025-09-06-15-28-07.jpeg)
খাদানের আদলে...
খাদানের মতোই বেঙ্গল ট্যুরের মাধ্যমে রঘু ডাকাতের প্রচার হবে। সে কথা আগেই বলেছিলেন সুপারস্টার দেব। যেমন কথা তেমন কাজ। কথা মতো শুরু হয়ে গেল পুজোর ছবির প্রচার।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/sgferfer-2025-09-06-15-28-07.jpeg)
খোশ মেজাজে টিম 'রঘু ডাকাত'
উৎসবের আমেজে নতুন মাত্রা যোগ করলেন মেগাস্টার দেব। দোসর সহ-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। পুজো রিলিজ রঘু ডাকাত-এর প্রচারে মালদহে টিম রঘু ডাকাত। দেখুন সেই ছবি।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/sdfsdf-2025-09-06-15-28-07.jpeg)
স্টার স্টাডেড প্রচার
মুক্তি পেল দেব-ইধিকা অভিনীত নতুন ছবি রঘু ডাকাত-এর দ্বিতীয় গান 'ঝিলমিল লাগে রে'। বেঙ্গল ট্যুরের মাধ্যমে শুরু হল রঘু ডাকাতের প্রমোশন। বিভিন্ন শহরে ঘুরে চলছে ছবির প্রচার। প্রতিটি শহরেরই প্রিয় তারকাদের দেখতে একেবারে জনজোয়ার। লাইভ মিউজিকে পারফরম্যান্স যেন বাংলার সবচেয়ে বড় কার্নিভাল।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/sfgdsf-2025-09-06-15-28-07.jpeg)
রঘু-সৌদামিনীর প্রেম
ক্র্যাবির মনোরম অরণ্যে চিত্রায়িত হয়েছে রঘু ডাকাতের দ্বিতীয় গান ঝিলমিল লাগে রে। লোককথা এবং ফ্যান্টাসির আবহে সাজানো এই অভূতপূর্ব দৃশ্যায়ন দর্শকদের মনে জাগাবে এক জাদুকরী অনুভূতি। শারদীয়ার বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে রঘু ডাকাত অবশ্যই অন্যতম। আর এই ছবির গান দর্শকের উত্তেজনাকে উসকে দিচ্ছে সে কথা বলাই বাহুল্য। নিলায়ন চ্যাটার্জির আবেগঘন সুর, প্রসেনের মর্মস্পর্শী লেখা এবং ইশান মিত্র ও শুচিস্মিতা চক্রবর্তীর সুরেলা কণ্ঠের জাদু 'ঝিলমিল লাগে রে' গানটিকে পৌঁছে দিয়েছে এক অন্য মাত্রায়।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/dfgdfg-2025-09-06-15-28-07.jpeg)
মালদায় প্রচারে...
উৎসবের মরশুমে বাঙালির মনে জাগবে পুজো প্রেম! গানটির লঞ্চে শনিবার মালদায় উপস্থিত থাকছে 'রঘু ডাকাত'-এর গোটা টিম। সাম্প্রতিককালে বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন অভিনেতা, তবে গান লঞ্চের অনুষ্ঠানে খোশ মেজাজে নজর কাড়লেন অনির্বাণ।