/indian-express-bangla/media/media_files/2025/08/05/dev-2025-08-05-13-52-51.jpeg)
কে চিঠি পাঠাল তাঁদের?
/indian-express-bangla/media/media_files/2025/08/06/d1-2025-08-06-12-43-18.webp)
টলিপাড়ার অন্দরে কান পাতলে, দেব এবং শুভশ্রীকে নিয়ে আলোচনা ছাড়া আর কোনও গুঞ্জন নেই। ভীষণ প্রিয় এই জুটি ফিরেছেন নিজেদের বছর পুরনো নিয়ে। ধুমকেতু রিলিজ করছে ১৪ই আগস্ট। তাঁরা কিন্তু, ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চে এমন কিছু মন্তব্য রেখেছেন যাতে চমকে যেতে হয়। বেশ কিছু এমন মুহূর্তের সৃষ্টি হয়েছে যাতে সমলোচনা পর্যন্ত হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/d2-2025-08-06-12-44-46.jpg)
দেব এবং শুভশ্রী - দুজনের পরনেই ছিল কালো রঙের পোশাক। এবং পুরনো স্মৃতির সঙ্গে সঙ্গে ব্লক-আনব্লকের পর্ব মিটিয়ে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে শুরু করেছেন তাঁরা। এমনকি দেশু এখন ট্রেন্ডিং সমাজ মাধ্যমে। পরস্পরে সেলফি তুলে শেয়ার পর্যন্ত করেছেন তাঁরা। এবং জীবনের রাস্তায় তাঁরা এগিয়ে গেলেও জুটি হিসেবে যে আজও কামাল- সেকথাই প্রমাণিত।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/d3-2025-08-06-12-45-14.jpg)
দেব, শুভশ্রীর সঙ্গে নানা মশকরা করেছেন। দেবের নাম উঠলেই কেন শুভ রেগে যান, গম্ভীর হয়ে যান, এই নিয়েও কথা বলেন তিনি। এবং এও বলেন, এই জন্মে জুটি হিসেবে দেবের নাম থেকে শুভশ্রীকে সরানো সম্ভব না। এবং তাঁদের দুজনের পক্ষে এই বিষয়কে ইগ্নোর করাও সম্ভব না। এই সাফল্য উদযাপন করতেই দেব এবং শুভশ্রীর কাছে একটি করে চিঠি পৌঁছেছে। কে লিখলেন সেই চিঠি? প্রযোজক মহেন্দ্র সোনি লিখেছেন সেই চিঠি।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/emn-2025-08-06-12-45-40.jpg)
দেবকে উদ্দেশ্য করে যে চিঠি লেখা তাতে বলা হয়েছেঃ তোমাকে এবং শুভশ্রীকে একসঙ্গে স্টেজে দেখে যে কি ভালো লাগলো। ধুমকেতুর জন্য তোমরা আবার একসঙ্গে এগিয়ে এলে। একজন অভিনেতা হিসেবে তুমি যে গুরুত্ব বুঝতে পেরেছ এতেই আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। তোমার সঙ্গে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল আই লাভ ইউ ছবি দিয়ে। তারপর ধীরে ধীরে তোমার এবং শুভশ্রীর জুটি পরান যায় অব্দি পৌঁছে গেল। তোমার এবং শুভশ্রীকে নিজে হ্যাশট্যাগ শুরু হয়েছে দেশু নামে, বেশ মজাই লাগছে। শুধু একজন, অভিনেতা হিসেবে নয়। তুমি তোমার ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক গুলোকেও দায়িত্ব নিয়ে ক্যারি কর, এটাও আমাদেরকে অনেক কিছু শেখায়। এই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেব লিখছেন, সাধারণত চিঠি আমি সমাজ মাধ্যমে পোস্ট করি না। কিন্তু এই চিঠিটা আমার কাছে ট্রফির থেকে কিছু কম নয়।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/s1-2025-08-06-12-46-00.jpg)
অন্যদিকে যে চিঠি শুভশ্রীকে তিনি পাঠিয়েছেন, এখানে তিনি লিখছেন.. তোমাকে সেদিন দেবের পাশে স্টেজে দেখলাম, আগের থেকেও বেশি রেডিয়েন্ট, এবং কম্পোজড। যেন মনে হচ্ছিল কোন এক ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। পরান যায় জ্বলিয়া রে ছবির ফায়ার ক্র্যাকার গার্ল থেকে, একজন ভীষণ সুন্দর নারী, মা এবং একজন অভিনেত্রী হিসেবে যে শক্তির তুমি সৃষ্টি করেছে তা অনবদ্য। এগুলো শুধু মাইলস্টোন নয়, বরং এগুলো হচ্ছে, নিজেকে স্বতন্ত্রভাবে ধরে রাখতে তুমি যেভাবে রাস্তা দিয়ে মাথা উচুঁ করে চলেছ, তাঁর পরিণাম। সেই চিঠি শেয়ার করে শুভ লিখছেন, চিঠিটা আমার আত্মাকে স্পর্শ করেছে। আমি কেঁদেছি হেসেছে এবং ভীষণ আনন্দ পেয়েছি।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/491460841_18323417206165025_593204992316313190_n-2025-08-06-12-46-20.jpg)
প্রসঙ্গে যেদিন থেকে আবার একবার দেব-শুভশ্রীর স্টেজ পারফর্মেন্স সামনে এসেছে, সেদিন থেকে রাজ চক্রবর্তীকে নিয়ে নানা আলোচনা। কিন্তু, পরিচালক জানিয়েছেন সেদিন রাতে শুভশ্রী এত পরিতৃপ্তির হাসি হেসেছে বাড়িতে এসে যে রাজের মনে হচ্ছিল সেদিন দর্শকাসনে তিনি থাকলেই বোধহয় ভাল হত।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/w1-2025-08-06-12-46-48.jpg)
এবং নানা ধরণের সমালোচনা কিংবা প্যারোডি ভিডিও বানানো হয়েছে রুক্মিণীকে নিয়েও। অভিনেত্রীর সাপোর্ট ছাড়া যে দেব সেদিন স্টেজে সাবলীল থাকতে পারতেন না এমনটাও শোনা গিয়েছে। কিন্তু, সেদিনের অনুষ্ঠান নিয়ে তিনি কিছুই জানাননি।