/indian-express-bangla/media/media_files/2025/05/26/CWmljLggEG6qkpcrZqnp.jpg)
কার মুখের সঙ্গে মিল পাচ্ছেন?
/indian-express-bangla/media/media_files/2025/05/26/MP8tftdppEl9ehyOCLkX.jpg)
কে এই ছোট্ট সোনা?
এই ছোট্ট ছেলেটি আজ বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ। একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। এই মুহূর্তেও একটি সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। ছোটবেলার এই ছবিটা দেখে বুঝতে পারছেন কে এই অভিনেতা?
/indian-express-bangla/media/media_files/2025/05/26/flXz5EOesog13w1uAoxg.jpg)
এই গোলুমুলু বাচ্চাটি কে?
এই গোলুমুলু বাচ্চাটিকে একটু ভাল করে খেয়াল করলে দেখে কিছু আন্দাজ করতে পারলেন? কে এই অভিনেতা? তাঁর প্রেমজীবন নিয়ে কিন্তু, অনেক বিতর্কও রয়েছে। চলুন জেনে নেওয়া যাক অভিনেতার পরিচয়।
/indian-express-bangla/media/media_files/2025/05/26/CFqLdVA8qaaQPdR96bIl.jpg)
ইনি কে?
ইনি নান আদার দ্যান বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি মাসির সঙ্গে তিনটি ছবি শেয়ার করেছেন। ছেলেবেলা থেকে যৌবনের জার্নির ছবি পোস্ট করে কী লিখেছেন অভিষেক?
/indian-express-bangla/media/media_files/2025/05/26/kgS0dKbuWDzwniytbEzZ.jpg)
মাসির প্রতি ভালবাসা
মাসির জন্মদিনে ভালবাসা জাহির করে অভিষেকের আদুরে বার্তা, প্রিয় মাসি, তোমার কোলে মানুষ হওয়া থেকে শুরু করে, তোমার বিয়ে থেকে আমার বিয়ে অবধি বেশ মজা হল। শুভ জন্মদিন আমার দ্বিতীয় মা। আরও মজা হবে
/indian-express-bangla/media/media_files/2025/05/26/13BKjDAfKwLsJZ9D16oZ.jpg)
শার্লির সঙ্গে সংসার
এই মুহূর্তে ফুলকিতে অভিনয় করছেন অভিষেক। সেই ধারাবাহিক থেকেই শার্লিং সঙ্গে প্রেম। সম্প্রতি সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছেন অভিষেক-শার্লি।
/indian-express-bangla/media/media_files/2025/05/26/arZJhyPHpAE6Hb0fgit6.jpg)
অভিষেকের প্রেমচর্চা
দিয়া থেকে সুরভীর সঙ্গে প্রেম করেছেন অভিষেক। শার্লির সঙ্গে বিয়ের আগে সোশ্যাল মিডিয়ায় অভিষেককে নিয়ে তৈরি হয়েছিল মিম। সিরিয়ালের পরিবর্তনের সঙ্গে অভিষেক নাকি প্রেমিকা বদল করেন!