/indian-express-bangla/media/media_files/2025/09/14/kjhkjhkjh-2025-09-14-17-42-11.jpg)
ইডির ডাক...
/indian-express-bangla/media/media_files/2024/10/18/Z24fRnTSgTV5I5HK1WyC.jpg)
মিমিকে ইডির তলব
পুজো রিলিজ রক্তবীজ ২-এর প্রচারে চূড়ান্ত ব্যস্ততা। এর মাঝে ছন্দপতন। এএনআই সূত্রে খবর, টলি অভিনেতা অঙ্কুশের পর এবার ইডির সমন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। সমুদ্রের মাঝে নীল বিকিনীতে যখন মোহময়ী মিমির নেশায় বুঁদ, ঠিক সেই সময় ইডির ডাক! অবৈধ বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে আইনি জটিলতায় জড়ালেন টলি ক্যুইন মিমি চক্রবর্তী।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/cats-2025-09-14-17-45-37.jpg)
বলিউডের যোগ
শুধু টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী নন, ইডির নজরে রয়েছেন বলিউডের গ্ল্যাম ডিভা ঊর্বশী রাওতেলা। মিডিয়া রিপোর্ট মোতাবেক, দু’জনকেই ১৬ সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/dfvdf-2025-09-14-17-48-11.jpg)
দিল্লিতে দেখা হবে অঙ্কুশ-মিমির?
সূত্র মারফৎ জানা গিয়েছে, তদন্তকারী সংস্থা আগামী ১৬ সেপ্টেম্বর টলি অভিনেতা অঙ্কুশকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। একইদিনে হাজিরার নির্দেশ মিমিকেও। শুটিং সেটের পর এবার দিল্লিতে ইডির সদর দফতরে দেখা হবে দুজনের? প্রসঙ্গত, অঙ্কুশ-মিমি ছাড়া অবৈধ বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে আর কোনও টলি তারকার নাম আগে জড়ায়নি।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/cats-2025-09-14-17-49-19.jpg)
ইডির জিজ্ঞাসাবাদ
গত সপ্তাহে অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের আর্থিক তছরূপ সংক্রান্ত বিষয়ে ইডি ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করেছিল। গত মাসে ইডি প্রাক্তন ক্রিকেটার সুরেশ রাইনাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সংস্থা খতিয়ে দেখছে সেলিব্রিটিদের সঙ্গে বেটিং অ্যাপগুলির যোগসূত্র, তারা কোনও প্রকার আর্থিক সাহায্য পেয়েছেন কি না এবং যোগাযোগের মাধ্যম কী ছিল। তদন্তের অংশ হিসেবে গুগল ও মেটার প্রতিনিধিদেরও ইডি তলব করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/cats-2025-09-14-17-50-28.jpg)
অভিযুক্তের তালিকায় আর কারা?
অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রূপোলি দুনিয়ার তারকা থেকে ময়দানের খেলোয়াদের। সেই তালিকায় রয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী থেকে প্রকাশ রাজ, কপিল শর্মা সহ বলি ডিভা ঊর্বশী রাওতেলা। এছাড়াও নাম রয়েছে হরভজন সিং, সুরেশ রায়নার মতো ক্রিকেট তারকাদের।