আর মাত্র একদিন। ২৪ ঘণ্টা পেরলেই নতুন বছরে পা। চলতি বছরটা বলিউডের ভাগ্য তেমন খোলেনি। বক্সঅফিসের মার্কসিটে যেমন নম্বর ওঠেনি, ঠিক তেমনই কেউ কেউ বিতর্কে জড়িয়েছেন ভিন্ন কারণে। যে তালিকায় নাম রয়েছে বিটাউনের তাবড় তারকাদের। নতুন বছরে পা রাখার আগে একবার দেখে নেওয়া যাক ২০২২ সালে বিতর্কের শিরোনামে এসেছে যাঁরা।
কাশ্মীর ফাইলস- বাইশে বলিউডের সেরা চর্চিত বিষয় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস। যে সিনেমা আলোড়ন ফেলে দিয়েছিল রাজনৈতিক ময়দানেও। বিরোধীদের অভিযোগ, এই সিনেমাকে হাতিয়ার করে ভোট প্রচার করেছে বিজেপি। এদিকে মোদি-শাহ থেকে গেরুয়া শিবিরের বড়সড় ব্যক্তিত্বরা কাশ্মীর ফাইলস-এর হয়ে সুর চড়িয়েছিলেন। গোটা বছর তো বটেই এমনকী দিন কয়েক আগে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবেও এই সিনেমা নিয়ে চর্চার অন্ত নেই। কারণ সেই সম্মানীয় মঞ্চেই কাশ্মীর ফাইলস-কে অশ্লীল এবং একচোখা বলে তকমা সাঁটেন বোর্ডের আন্তর্জাতিক খ্যাতনামা পরিচালকরা।
রণবীর সিং - খ্যাতনামা আন্তর্জাতিক ম্যাগাজিন পেপার-এর কভার শুটের জন্য নগ্ন হয়েছিলেন, যা নিয়ে তোলপাড় হয় গোটা দেশ। রাজনৈতিক ব্যাক্তিত্বদের তরফে তো বটেই, এমনকী স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও রে-রে করে ওঠে রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে। মামলাও দায়ের হয়।
জ্যাকলিন ফার্নান্ডেজ- সুকেশ চন্দ্রশেখর ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ানোয় মামলা জায়ের হয় জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে। অভিযোগ, আর্থিক দুর্নীতির টাকা আত্মসাৎ করেছিলেন তিনিও। যার জন্য ইডির ব়্যাডারেও পড়তে হয় অভিনেত্রীকে। দফায় দফায় ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয় তাঁকে। আপাতত জামিনে বাইরে থাকলেও দেশ ছাড়ার অনুমতি নেই জ্যাকলিনের।
ললিত মোদি-সুস্মিতা সেন- বাইশের অন্যতম চর্চিত বিষয় ললিত, সুস্মিতার অসমবয়সি প্রেম। আচমকাই ইনস্টাগ্রামে আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত তথা ফেরার ললিত জানান সুস্মিতার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা। নায়িকাকে নিজের বেটার হাফ বলেও আখ্যা দেন। অনেকেই দাবি করেন, গোপনে হয়তো বিয়ে করে ফেলেছেন ললিত-সুস্মিতা। এমনকী এও বলেন যে, টাকার লোভেই সুস্মিতার এমন সিদ্ধান্ত। বহু শোরগোলের পর সুস্মিতা সেন মুখ খোলেন এপ্রসঙ্গে।
অক্ষয় কুমার- বাইশে একের পর এক ফ্লপ সিনেমা। উপরন্তু ২টো বিজ্ঞাপনের জন্য খিলাড়ি কুমারকে নিয়ে নিন্দার ঝড় ওঠে। প্রথমত, বিমল পানমশালার প্রচারের জন্য। নিজমুখেই বলেছিলেন, প্রচুর টাকার অফার দিলেও কোনওদিন গুটখার বিজ্ঞাপন করব না। সেই অক্ষয়ই কথা রাখেননি। যার জন্য ফ্যানেরা বেজায় খেপে গিয়েছিলেন। দ্বিতীয়ত, কেন্দ্রের পথসুরক্ষা বিজ্ঞাপনে পণপ্রথার প্রচারের অভিযোগ ওঠে অক্ষয় কুমারের বিরুদ্ধে।
লাল সিং চাড্ডা- আমির খানের কেরিয়ারে ‘মেলা’ ছবির পর বিরাট ফ্লপ ‘লাল সিং চাড্ডা'। ৩ বথর ধরে ভিন্ন দেশের একশোটি লোকেশনে শুট করে ১৫০ কোটি টাকায় তৈরি হয়েছে এই সিনেমা। এই সিনেমার হাত ধরেই ৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন করেন আমির খান। তবে ট্রেলার-টিজার যতটা আশা জাগিয়েছিল মুক্তির পর বক্সঅফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে। পাশাপাশি আমির খানকে বয়কটের ডাকও উঠেছিল। এই সিনেমায় হিংসা ছড়ানোর অভিযোগে কলকাতা হাইকোর্টে আমির খানের বিরুদ্ধে মামলাও দায়ের করেন বিজেপি নেত্রী।
পাঠান- দারুণ চর্চায় 'পাঠান'। ৪ বছর পর এই বিগ বাজেট সিনেমা দিয়ে পর্দায় প্রত্যাবর্তন করছেন শাহরুখ খান। তবে ২৩-এর জানুয়ারিতে মুক্তির আগেই বিরাট বিতর্ক পাঠান নিয়ে। সিনেমার বেশরম গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়ে তুলকালাম কাণ্ড! উত্তপ্ত রাজনৈতিক ময়দান। এমনকী সেন্সর বোর্ডের তরফেও ছবির ও গানের কিছু দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে, পাঠান বয়কটের ডাক দিয়েছে গেরুয়া শিবির এবং শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি ছোঁড়েন অযোধ্যার সন্ন্য়াসীরা।
দীপিকা পাড়ুকোন- পাঠানের গানে গেরুয়া বিকিনি পরে বিপদ ডেকে আনার পর ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনার ম্যাচে ময়দানের খবরের পাশাপাশি সবথেকে বেশি চর্চিত ছিল দীপিকা পাড়ুকোনের পোশাক। লুইস ভিত্তো ব্র্যান্ডের তৈরি বিশেষ পোশাক পরেছিলেন দীপিকা। সাদা ফুল স্লিভস শার্ট, কালো রঙের স্কার্ট। পায়ে কালো বুট। তার ওপর এক বিশেষ ধরনের লেদার জ্যাকেট পরেছিলেন। যে পোশাক দেখে নিন্দুকেরা প্রশ্ন ছোঁড়েন- প্লাস্টিক ব্যাগ কেন পরে আছেন?