New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/KIFF-COVER-PIX-1.jpg)
২৫তম বর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে মোট ২১৪ টি ফিচার ছবি দেখাানো হবে। যার মধ্যে থাকবে ১৫২ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। ৭৬ টি দেশের ছবি দেখানো হতে চলেছে উৎসবে। যার মধ্যে ভুটান, আফগানিস্তান, সিরিয়া, গুয়াতেমালা, উরুগুয়ে, লেবানিয়ার মতো দেশের ছবি রয়েছে। ফোটো- শশী ঘোষ কলকাতা চলচ্চিত্র উৎসব ২০১৯ এর লোগো উন্মোচন। ফাইল ছবি: শশী ঘোষ আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব, শুক্রবার তারই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল নন্দনে। উপস্থিত ছিলেন উৎসবের কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস, পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক। ফোটো- শশী ঘোষ চলচ্চিত্র উৎসবের তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের ছবি বিভাগের চেয়ারম্যান পরমব্রত চট্টোপাধ্যায়। মোট ৯৬টি শর্টফিল্ম ও ৫৭টি তথ্যচিত্র দেখানো হবে। তার মধ্যে প্রতিযোগীতা বিভাগে ১২টি শর্টফিল্ম এবং ২০টি তথ্যচিত্র রয়েছে। ফোটো- শশী ঘোষ উৎসব উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে নন্দন চত্বর। নতুন করে পোশাক পেয়েছ নন্দন। এবারে নন্দন চত্বরের এলিডি স্ক্রিনে চলবে জার্মানি সহ বিভিন্ন দেশের অ্যানিমেশন ছবি। ভারতের বিভিন্ন বিপন্ন ভাষার উপর জোর দিতেই থাকছে টুলু, বোরো, বাঞ্জার ভাষার ছবি থাকছে ফেস্টিভ্যালে। ফোটো- শশী ঘোষ ৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। ১৫ তারিখ নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান। ফোটো- শশী ঘোষ মোট ১৭টি সিনেমা হলে দেখানো হবে ছবি। এগুলি হল- নন্দন এক, নন্দন দুই, নন্দন তিন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, বিজলি, প্রিয়া, মিনার, নবীনা, অজন্তা, পিভিআর অবনি, আইনক্স সিটি সেন্টার ওয়ান, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ, নিউ এম্পায়ার, নেতাজী ইনডোর স্টেডিয়াম এবং চলচ্চিত্র শতবর্ষ ভবন। ফোটো- শশী ঘোষ চলচ্চিত্র উৎসবের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত তো থাকবেনই, সেই সঙ্গে অতিথি তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, রাখি গুলজার, মহেশ ভাট, গৌতম ঘোষ, অ্যান্ডি ম্যাকডোয়েল। ফোটো- শশী ঘোষ চলচ্চিত্র উৎসবের সূচনা হবে ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবি দিয়ে। ফোটো- শশী ঘোষ রেট্রোস্পেকটিভ বিভাগে থাকবে মৃণাল সেন ও ইতালিয়ান পরিচালক বেরনার্দো বের্তোলুচির ছবি। ২০১৮ সালের ডিসেম্বরে প্রয়াত হয়েছেন মৃণাল সেন এবং সেই বছরই নভেম্বরে প্রয়াণ ঘটেছে বের্তোলুচির। ফোটো- শশী ঘোষ ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ডিজিটাল রেস্টোর্ড ভার্সনই দেখানো হবে উৎসবে। ফোটো- শশী ঘোষ নন্দনের সামনে ইনস্টলেশনও বসানো হয়েছে। ফোটো- শশী ঘোষ ভারতের বিভিন্ন বিপন্ন ভাষার উপর জোর দিতেই থাকছে টুলু, বোরো, বাঞ্জার ভাষার ছবি থাকছে ফেস্টিভ্যালে। ফোটো- শশী ঘোষ